ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩০ পিএম, ২৬ আগস্ট ২০২০

মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মামুন আব্দুল গাইয়ুম নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার রাতে এক টুইট বার্তায় নিজের করোনা আক্রান্ত হওয়ার খবর দিয়েছেন দেশটির সাবেক এই প্রেসিডেন্ট।

পর্যটক-নির্ভর মালদ্বীপ গত মাসে সীমান্ত খুলে দেয়া হয়। এরপর থেকে দেশটিতে করোনাভাইরাসের সংক্রমণ বাড়তে শুরু করে।

টুইটে মামুন আব্দুল গাইয়ুম বলেছেন, পরীক্ষায় আমার কোভিড-১৯ পজিটিভ এসেছে। সর্বশক্তিমান আল্লাহ আমার ও অন্যান্য অসুস্থদের দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য লাভে সহায় হোন।

এশিয়ায় সবচেয়ে দীর্ঘসময় ধরে ক্ষমতায় থাকাদের অন্যতম একজন ৮১ বছর বয়সী সাবেক এই প্রেসিডেন্ট। প্রায় ৩০ বছর মালদ্বীপের ক্ষমতায় ছিলেন তিনি।

পরিবারের একটি সূত্র বলছে, সোমবার রাতে জ্বর আসার পর সাবেক এই প্রেসিডেন্ট চিকিৎসকদের পরামর্শে মঙ্গলবার সকালে কোভিড-১৯ পরীক্ষা করান।

গাইয়ুম ভালো আছেন বলে জানিয়েছে ওই সূত্র। রাজধানী মালেতে নবনির্মিত ধারুমাভান্থা হাসপাতালে তাকে ভর্তি করা হতে পারে বলে প্রত্যাশা করা হচ্ছে।

বিদেশি পর্যটনের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল ভারত মহাসাগরীয় অঞ্চলের এই দ্বীপ রাষ্ট্রের রাজধানী থেকে লকডাউন প্রত্যাহার করে নেয়া হয় গত জুনে। পরে পর্যটকদের সীমান্ত পুনরায় খুলে দেয়া হয় জুলাইয়ে।

জুনে লকডাউন প্রত্যাহার করে নেয়ার পর মালদ্বীপে কোভিড-১৯ রোগীর সংখ্যা তিনগুণ হয়েছে। এছাড়া এই ভাইরাসে মৃত্যু ৫ থেকে বেড়ে ২৮ এ পৌঁছেছে।

দেশটিতে এখন পর্যন্ত মোট ৭ হাজার ৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন বলে নিশ্চিত করেছে মালদ্বীপের স্বাস্থ্য সুরক্ষা সংস্থা। আক্রান্তদের মধ্যে এখনও চিকিৎসাধীন আছেন দুই হাজার ৫৮০ জন।

মালদ্বীপের অভিবাসন বিভাগ বলছে, দেশটিতে চলতি মাসের ১৫ আগস্ট পর্যন্ত ৫ হাজারের কিছু বেশি পর্যটক ভ্রমণ করেছেন। কিন্তু গত বছর প্রত্যেক মাসে এই সংখ্যা গড়ে এক লাখের বেশি ছিল।

সূত্র: রয়টার্স।

এসআইএস/এমএস