প্রবল বর্ষণে জলমগ্ন পাকিস্তান, ৩ দিনে ৯০ জনের মৃত্যু
গত তিনদিন ধরে প্রবল বর্ষণে সৃষ্ট জলাবদ্ধতায় পাকিস্তানে প্রাণ হারিয়েছেন ৯০ জন, ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত এক হাজার ঘরবাড়ি। করাচিতে আরেক পশলা বর্ষণে তলিয়ে গেছে রাস্তাঘাট, বাড়িঘর।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবি ও ভিডিওতে করাচির রাস্তায় গাড়ি-মোটরসাইকেল তলিয়ে থাকতে দেখা গেছে। পানি প্রবেশ করেছে অসংখ্য বাড়িতে, এমনকি হাসপাতালগুলোতেও।
স্থানীয় পত্রিকা ডনের তথ্যমতে, মঙ্গলবার দেশটির রাজধানীতে বৃষ্টি সম্পর্কিত ঘটনায় অন্তত তিন শিশুর মৃত্যু হয়েছে। চলতি সপ্তাহ জুড়েই সেখানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলে জানানো হয়েছে।
পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, গত তিনদিনে দেশটিতে বৃষ্টিপাত সম্পর্কিত ঘটনায় ৩১ জন মারা গেছেন দক্ষিণাঞ্চলীয় সিন্ধ প্রদেশে, ২৩ জন মারা গেছেন খাইবার পাখতুনে। দক্ষিণপশ্চিমাঞ্চলীয় বালোচিস্তান প্রদেশে মারা গেছেন ১৫ জন, পাঞ্জাবে প্রাণহানির সংখ্যা আট। এছাড়া, আজাদ কাশ্মীরে তিনজনসহ পাকিস্তানের উত্তরাঞ্চলে মারা গেছেন অন্তত ১৩ জন।
সূত্র: আল জাজিরা
কেএএ/এমকেএইচ