ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মুম্বাইয়ে বহুতল ভবনধসে আটকা কমপক্ষে ৯০ জন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫১ পিএম, ২৪ আগস্ট ২০২০

ভয়াবহ ভবনধসের ঘটনা ঘটেছে ভারতের বাণিজ্যিক রাজধানী হিসেবে খ্যাত মুম্বাইয়ে। সোমবার রাতে পাঁচতলা একটি ভবন ধসে পড়ার পর ভেতরে আটকা পড়েছেন অন্তত ৯০ জন। অনেকের মৃত্যুর শঙ্কা করা হচ্ছে। মহারাষ্ট্র রাজ্য পুলিশের বরাতে ভয়াবহ ওই দুর্ঘটনার খবর জানিয়েছে ব্রিটিশ দৈনিক গার্ডিয়ান।

সোমবার রাতে বিবৃতি দিয়ে এ খবর জানিয়ে মহরাষ্ট্র পুলিশ বলেছে, ভবনটিতে মোট ৪৭টি ফ্ল্যাট ছিল। ব্যাপক বৃষ্টির মধ্যেও উদ্ধারকারী দল ধ্বংসস্তুপের ভেতর থেকে এখন পর্যন্ক ২৮ জনকে জীবিত উদ্ধার করেছে। ভারতীয় টেলিভিশন এনডিটিভি ভবনধসের ঘটনায় কমপক্ষে ১৫ জনের আহত হওয়ার খবর জানিয়েছে।

মুম্বাই থেকে ১২৫ মাইল দূরে মাহাদ জেলার শিল্প এলাকায় ভবনধসের পর বৃষ্টি উপেক্ষা করে সরকারি বাহিনী ছাড়াও স্থানীয় বাসিন্দারা উদ্ধার অভিযানে অংশ নিয়েছেন। তবে ভয়াবহ ওই ভবনধসের ঘটনায় কতজন মারা গেছে তা এখনও নিশ্চিত হওয়া যায়নি বলে এক অনলাইন প্রতিবেদনে জানিয়েছে গার্ডিয়ান।

স্থানীয় টেলিভিশন চ্যানেল সম্প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যাচ্ছে, আটকে পড়া মানুষদে উদ্ধার করতে ধ্বংসস্তুপের ভেতরে তৎপরতা চালাচ্ছেন পুলিশ সদস্য ছাড়াও স্থানীয় বাসিন্দারা। তাতে আরও দেখা যাচ্ছে, আহত মানুষদের নিয়ে ঘটনাস্থল থেকে একটি অ্যাম্বুলেন্সকে হাসপাতাল অভিমুখে যেতে দেখা গেছে।

মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের কার্যালয় টুইট বার্তায় জানিয়েছে, ধ্বংসস্তুপে আটকে পড়াদের দ্রুত উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া ছাড়াও অন্যান্য তৎপরতা বৃদ্ধির জন্য মুখ্যমন্ত্রী স্থানীয় প্রশাসনকে তাগাদা দিয়েছেন।

এসএ