ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভ্যাকসিন অবশ্যই গরিবদের জন্য সহজলভ্য হতে হবে : পোপ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:১৬ পিএম, ১৯ আগস্ট ২০২০

খ্রিস্টান ধর্মের রোমান ক্যাথলিক শাখার প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিস বলেছেন, করোনাভাইরাসের যেকোনও একটি ভ্যাকসিন সহজলভ্য হলে তা বিশ্বের সবচেয়ে দরিদ্রদের কাছে যেন পৌঁছায় সেটি অবশ্যই নিশ্চিত করতে হবে।

বুধবার রোমে ভক্তদের উদ্দেশে দেয়া এক ভাষণে তিনি বলেন, ধনীদের জন্য কোভিড-১৯ ভ্যাকসিন প্রাপ্তিতে অগ্রাধিকার দেয়া হলে তা দুঃখজনক হবে। প্রত্যেকের জন্য সার্বজনীন না হয়ে এ ধরনের ধনী দেশ ও জাতির জন্য যদি ভ্যাকসিন সম্পত্তিতে পরিণত করা হয় তাহলে তা দুঃখজনক হবে।

পোপ ফ্রান্সিস বলেন, করোনাভাইরাস মহামারি দরিদ্রদের দুর্দশা এবং বিশ্বে জেঁকে বসা ব্যাপক বৈষম্য উন্মোচন করেছে।

‘একদিকে একটি ক্ষুদ্র, তবে ভয়ঙ্কর ভাইরাসের প্রতিষেধক সন্ধান করা জরুরি, যা পুরো বিশ্বকে তার হাঁটুর কাছে নিয়ে এসেছে। অন্যদিকে, আমাদের বৃহৎ একটি ভাইরাসও অবশ্যই নির্মূল করতে হবে। এই ভাইরাস হলো- অবিচার, সুযোগের অসমতা, প্রান্তিকীকরণ এবং দুর্বলদের সুরক্ষার অভাব।’

করোনাভাইরাসের এই মহামারির সময়ে মানুষ স্বাভাবিক জীবন এবং অর্থনৈতিক কার্যক্রম পুনরায় শুরু করতে ইচ্ছুক। এ ব্যাপারে সতর্ক করে দিয়ে খ্রিস্টান এই ধর্ম গুরু বলেন, মানুষ নিশ্চিতভাবেই স্বাভাবিক জীবনে ফিরতে চায়। কিন্তু এই স্বাভাবিকতায় অবশ্যই সামাজিক অবিচার এবং পরিবেশের অবক্ষয়কে অন্তর্ভূক্ত করা যাবে না।

তিনি বলেন, আজ আমরা ভিন্ন ধরনের কিছু করার উপলক্ষ পেয়েছি। আমরা গরীবদের সামগ্রিক উন্নয়নের জন্য অর্থনীতির প্রবৃদ্ধি ঘটাতে পারি।

গত বছরের ডিসেম্বরে চীনের উহানে প্রাণঘাতী করোনাভাইরাসের উৎপত্তি হয়। তারপর থেকে গত ৮ মাসে এই ভাইরাসটি বিশ্বজুড়ে এক অচলাবস্থা তৈরি করে প্রাণ কেড়েছে ৭ লাখ ৮৪ হাজারের বেশি মানুষের। এছাড়া এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ২ কোটি ২৩ লাখের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলছে, করোনাভাইরাসের দুই শতাধিক ভ্যাকসিন তৈরির বিভিন্ন ধাপে রয়েছে। তবে ক্লিনিক্যাল ট্রায়ালে পৌঁছেছে অন্তত ২৪টি ভ্যাকসিন। এছাড়া কয়েকটি ভ্যাকসিন শেষ ধাপের পরীক্ষায় রয়েছে। চলতি বছরের শেষের দিকে যেকোনও একটি সফল ভ্যাকসিন পাওয়া যেতে পারে বলে আশা প্রকাশ করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

তবে গত ১১ আগস্ট বিশ্বে প্রথম করোনাভাইরাসের একটি ভ্যাকসিনের চূড়ান্ত অনুমোদন দিয়েছে রাশিয়া। কিন্তু রাশিয়ার এই ভ্যাকসিনের শেষ ধাপের পরীক্ষা এখনও শেষ না হওয়ায় ভ্যাকসিনটির সুরক্ষা ও কার্যকারিতা নিয়ে অনেকেই আশঙ্কা প্রকাশ করেছেন।

সূত্র: বিবিসি, রয়টার্স।

এসআইএস/পিআর