ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

চীনে ভবন ধসে নিহত ১৭

প্রকাশিত: ০৬:১০ এএম, ৩১ অক্টোবর ২০১৫

চীনের হেনান প্রদেশে একটি দ্বিতল ভবন ধসে কমপক্ষে ১৭ শ্রমিকের মৃত্যু হয়েছে। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরো অন্তত ২৩ শ্রমিক। এদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক বলে কর্মকর্তারা জানিয়েছেন। শুক্রবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৩ টার দিকে ভবনটি ধসে পড়ে। খবর সিনহুয়া নিউজের।

স্থানীয় কর্মকর্তারা জানান, হেনান প্রদেশে ১৯৯০ সালে নির্মিত একটি দ্বিতল ভবন শুক্রবার বিকেলের দিকে হঠাৎ ধসে পড়ে। এ সময় শ্রমিকরা ভবনটির ফাউন্ডেশনের খোঁড়াখুঁড়ির কাজ করছিলেন।

শুক্রবার রাত পৌনে ১১টা পর্যন্ত ৪০ শ্রমিককে আহত অবস্থায় ধ্বংসস্তুপের নিচ থেকে উদ্ধার করা হয়েছে। এছাড়া এ ঘটনায় নিহত হয়েছে ১৭ জন। আহতদের মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে ভবন ধসের কারণ জানা যায়নি।

শনিবার সকালের দিকে ভবন ধসের এ ঘটনায় উদ্ধার কার্যক্রম স্থগিত করা হয়েছে। হেনান প্রদেশের এ ভবন ধসের ঘটনায় তদন্ত শুরু হয়েছে বলে কর্মকর্তারা জানিয়েছেন। ইতিমধ্যে ভবনটির কয়েকজন কর্মকর্তাকে পুলিশ আটক করে জিজ্ঞাসাবাদ করছে।

এসঅাইএস/এমএস