ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

রাশিয়াকে পরাশক্তি মানতে নারাজ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৩:১৯ এএম, ৩১ অক্টোবর ২০১৫

রাশিয়া এখন  আর পরাশক্তি নয় বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র । দেশটি বলছে,সাবেক সোভিয়েত ইউনিয়নের তুলনায় বর্তমানে বিশ্বে মস্কোর প্রভাব সীমিত।

শুক্রবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের বাসভবন ও দফতর হোয়াইট হাউজের প্রেস সচিব জোস আরনেস্ট এ কথা বলেন।

তিনি বলেন,  গত কয়েক সপ্তাহের পর্যালোচনায় দেখা গেছে, দেশটির  অর্থনীতি দুর্বল এবং ক্রমশ খারাপের দিকে যাচ্ছে। “তারা এখন বিশ্বের পঞ্চদশ বৃহত্তম অর্থনীতির দেশ এবং স্পেনের চেয়েও পিছিয়ে তাদের অবস্থান।”

আরনেস্ট বলছেন, “তাদের অর্থনীতি দিন দিন খারাপ হচ্ছে এবং রাশিয়া এখন একঘরে। শুধু ইউরোপের দেশগুলোর সঙ্গে দূরত্বই নয়, সিরিয়ায় গোষ্ঠীগত কাদা ছোড়াছুড়িতে জড়িয়ে এখন তারা দেখতে পাচ্ছে, এই যুদ্ধে তাদের বন্ধু এখন শুধু টালমাটাল পরিস্থিতিতে থাকা সিরিয়া সরকার ও ইরান।”

এসকেডি/এমএস