ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সর্বোচ্চ আক্রান্তের দিনে ভারতে ৯৪২ মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:৫২ পিএম, ১৩ আগস্ট ২০২০

ভারতে করোনার সংক্রমণ লাগামছাড়া। বৃহস্পতিবার দেশটিতে এখন পর্যন্ত একদিনে সর্বোচ্চ সংখ্যক কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। এছাড়া একই সময়ে আরও প্রায় এক হাজার মৃত্যুর পর দেশটিতে মোট করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৭ হাজার। খবর বার্তা সংস্থা রয়টার্স ও ভারতীয় টেলিভিশন এনডিটিভির।

ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব অনুযায়ী বৃহস্পতিবার অর্থাৎ গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৬৬ হাজার ৯৯৯ জনের দেহে মহামারি নভেল করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। এ নিয়ে বিশ্বের তৃতীয় সর্বোচ্চ শনাক্ত রোগীর দেশটিতে মোট করোনা সংক্রমিত মানুষের সংখ্যা এখন প্রায় ২৪ লাখ।

এছাড়া স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া হিসাব থেকে জানা যাচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে আরও ৯৪২ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী মারা গেছে। এ নিয়ে দেশটিতে করোনায় প্রাণহানির সংখ্যা গিয়ে ঠেকেছে ৪৭ হাজার ৩৩ জনে। আক্রান্ত ও মৃত্যুতে বরাবরের মতোই শীর্ষে রয়েছে পশ্চিমের রাজ্য মহারাষ্ট্র।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে জানানো হয়েছে, করোনায় শীর্ষ আক্রান্ত দুই দেশ; যুক্তরাষ্ট্র এবং ব্রাজিলের পরপরই ভারতের অবস্থান। সম্প্রতি দেশটিতে করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। টানা ১৫ দিন ধরে ভারতে দৈনিক শনাক্ত রোগীর সংখ্যা ছিল ৫০ হাজারের বেশি। এ সত্ত্বেও বিধিনিষেধ আরও শিথিল হচ্ছে।

করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত মহারাষ্ট্রে আক্রান্ত রোগীর সংখ্যা প্রায় সাড়ে পাঁচ লাখ। রাজ্যটিতে করোনায় প্রাণহানির সংখ্যা ১৮ হাজার ৬৫০। গতদিনেও সেখানে ৩৪৪ জন কোভিড-১৯ রোগী মারা গেছে। মহারাষ্ট্রের পরের অবস্থানে থাকা তামিলনাডুতে তিন লাখের বেশি শনাক্ত রোগীর মধ্যে ৫ হাজারের বেশি প্রাণ হারিয়েছেন।

এসএ/পিআর