ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মেক্সিকোয় আক্রান্ত ৫ লাখ, কারফিউ ফিরল পেরুতে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৫ এএম, ১৩ আগস্ট ২০২০

লাতিন আমেরিকার দেশগুলোতে এখনও কমেনি করোনাভাইরাসের প্রকোপ। মেক্সিকোয় গত একদিনে নতুন রোগী শনাক্ত হয়েছেন প্রায় ছয় হাজার। এছাড়া পেরুতে সংক্রমণের ঊধ্বর্গতি ঠেকাতে ফের জারি করা হয়েছে কারফিউ।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একদিনে নতুন করে ৫ হাজার ৮৫৮ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ লাখ ৯৮ হাজার ৩৮০ জন। তবে দেশটিতে করোনায় প্রকৃত আক্রান্তের সংখ্যা এরচেয়েও অনেক বেশি বলে দাবি বিশেষজ্ঞদের।

মেক্সিকোয় এ পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ৫৪ হাজার ৬৬৬ জন।

এদিকে, করোনার সংক্রমণ বাড়তে থাকায় রোববারগুলোতে আবারও পুরোদমে কারফিউ জারির ঘোষণা দিয়েছে লাতিন আমেরিকার আরেকটি দেশ পেরু।

দেশটির প্রেসিডেন্ট মার্টিন ভিজকারা বলেছেন, ‘আমরা মনে করি এক ধাপ পিছিয়ে যাওয়াই ভালো, যেন সবাই যে পরিস্থিতি দেখতে চাই তা পুনরুদ্ধারে সবাই দায়বদ্ধ থাকি।’

কারফিউয়ের দিনগুলোতে সেখানে জনসমাবেশ করা বা অনেক লোক একসঙ্গে আড্ডা দেয়া নিষিদ্ধ থাকবে।

পেরুতে এ পর্যন্ত ৪ লাখ ৮৯ হাজারেরও বেশি করোনা রোগী শনাক্ত হয়েছেন। দেশটিতে দৈনিক নতুন রোগী পাওয়া যাচ্ছে গড়ে সাত হাজারেরও বেশি। সেখানে এ পর্যন্ত করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন অন্তত ২১ হাজার ৭১৩ জন। প্রতি লাখে মৃত্যুর হারে আমেরিকান দেশগুলোর মধ্যে শীর্ষে রয়েছে পেরু।

সূত্র: আল জাজিরা

কেএএ/এমকেএইচ