ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

জেরুজালেমে পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারে : জাতিসংঘ

প্রকাশিত: ১২:০৩ পিএম, ২৯ অক্টোবর ২০১৫

জেরুজালেমের আল আকসা মসজিদে প্রবেশ করাকে কেন্দ্র করে ইসরায়েল ও ফিলিস্তিনিদের চলমান সংঘর্ষ ভয়ঙ্কর রুপ ধারণ করতে পারে বলে সতর্ক করে দিয়েছে জাতিসংঘ। বৃহস্পতিবার আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থা বুধবার সতর্ক করে দিয়ে বলছে, ফিলিস্তিন ও ইসরায়েলের সাম্প্রতিক সহিংসতা গত ছয় দশক ধরে চলে আসা সহিংসতাকে ছাড়িয়ে গেছে। শিগগিরই এ সহিংসতা নিয়ন্ত্রণ করা না গেলে তা চরম বিপর্যয় সৃষ্টি করতে পারে। এদিকে, ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সহিংসতা যেকোনো সময়ের চেয়ে অস্থিতিশীল বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি।

বৃহস্পতিবার হেবরনে ইসরায়েলি সেনার গুলিতে এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছে। ওই সেনা সদ্যসকে ছুরিকাঘাতের সময় তাকে গুলি করে হত্যা করা হয়। তবে ফিলিস্তিনি কর্তৃপক্ষ বলছে, ২০ বছর বয়সী ওই তরুণ একটি তল্লাশি চৌকি পার হওয়ার সময় ইসরায়েলি সেনাদের গুলিতে নিহত হয়েছে। চলতি মাসে হেবরনে ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলি সেনাবাহিনীর সংঘর্ষে অন্তত ২০ ফিলিস্তিনির প্রাণহানি ঘটেছে।

এছাড়া গত ১ অক্টোবর থেকে এখন পর্যন্ত সহিংসতায় পূর্ব ও পশ্চিম জেরুজালেম এবং গাজা উপত্যকায় কমপক্ষে ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে। ইসরায়েল ও ফিলিস্তিনের চলমান সংঘর্ষে তৃতীয় ফিলিস্তিনি অভ্যুত্থান ঘটতে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

এসঅাইএস/আরআইপি