চীনা ভ্যাকসিনের ৩য় ধাপের ট্রায়াল শুরু হচ্ছে ইন্দোনেশিয়ায়
করোনাভাইরাস প্রতিরোধে চীনা প্রতিষ্ঠান সিনোভ্যাক বায়োটেকের তৈরি ভ্যাকসিনের তৃতীয় ধাপের ট্রায়াল শুরু হচ্ছে ইন্দোনেশিয়ায়। আগামী সপ্তাহেই মানবদেহে এর পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। এ ট্রায়ালে সিনোভ্যাকের সঙ্গে যৌথভাবে কাজ করছে ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত ফার্মাসিউটিক্যাল কোম্পানি বায়ো ফার্মা।
বানডুংয়ের পাজ্জাজারান ইউনিভার্সিটির প্রধান গবেষক কুসনান্দি রুসমিল জানান, আগামী ১১ আগস্ট থেকে ১ হাজার ৬২০ জন স্বেচ্ছাসেবক ভ্যাকসিনটির তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে অংশ নেবেন। তাদের সবার বয়স ১৮ থেকে ৫৯ বছরের মধ্যে।
তিনি জানান, অর্ধেক স্বেচ্ছাসেবকদের ছয় মাস ভ্যাকসিন দেয়া হবে, বাকিরা সাধারণ প্লাসেবো (স্যালাইন জাতীয় পার্শ্বপ্রতিক্রিয়াহীন ওষুধ) গ্রহণ করবেন। ইতোমধ্যেই ৮০০ জন স্বেচ্ছাসেবক ট্রায়ালের জন্য নিবন্ধন করেছেন বলে জানিয়েছেন রুসমিল।
ইন্দোনেশিয়ার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিষয়ক মন্ত্রী এরিক থোহির জানিয়েছেন, সিনোভ্যাকের ভ্যাকসিন কার্যকর প্রমাণিত হলে বছরে ২৫ কোটি ডোজ তৈরি করতে পারবে বায়ো ফার্মা।
পূর্ব এশিয়ার মধ্যে করোনায় সর্বাধিক মানুষ মারা গেছে ইন্দোনেশিয়ায়। দেশটিতে এ পর্যন্ত অন্তত ১ লাখ ১৬ হাজার ৮৭১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এদের মধ্যে মারা গেছেন ৫ হাজার ৪৩২ জন।
সূত্র: রয়টার্স
কেএএ/পিআর