ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দক্ষিণ আফ্রিকায় আক্রান্ত ৫ লাখ ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৩১ এএম, ০২ আগস্ট ২০২০

করোনাভাইরাস মারাত্মকভাবে বিস্তার ছড়াচ্ছে বর্তমানে এই তালিকায় থাকা শীর্ষ দেশগুলোর একটি দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, দেশে কোভিড-১৯ আক্রান্ত হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা পাঁচ লাখ ছাড়িয়েছে। বিবিসি অনলাইনের রোববারের প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে।

দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্যমন্ত্রী জুয়েলিনি মিখেজি জানিয়েছেন, শনিবার নতুন করে আরও দশ হাজারের বেশি কোভিড-১৯ রোগী শনাক্ত হওয়ার পর মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লাখ ৩ হাজার ২৯০ জন। আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৮ হাজার ১৫৩ জন প্রাণ হারিয়েছেন।

আফ্রিকা মহাদেশে করোনায় সবচেয়ে বিপর্যস্ত দেশ দক্ষিণ আফ্রিকা। মহাদেশটিতে এখন পর্যন্ত যতজন কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তার অর্ধেকেই দক্ষিণ আফ্রিকায়। এছাড়া যুক্তরাষ্ট্র, ব্রাজিল, রাশিয়া আর ভারতের পর বিশ্বে পঞ্চম সর্বোচ্চ করোনা রোগী রয়েছে দেশটিতে।

গবষকরা আশঙ্কা প্রকাশ করে বলছেন, দেশটিতে করোনায় প্রকৃত আক্রান্ত ও মৃতের সংখ্যা আরও অনেক বেশি। দক্ষিণ আফ্রিকার স্বাস্থ্য কর্মকর্তারা জানিয়েছেন, খুব দ্রুতই সংক্রমণের হার বাড়ছে। বিশেষ করে বর্তমানে রাজধানী প্রিটোরিয়া ও তার আশপাশের অঞ্চলগুলোতে ভাইরাসটির বিস্তার ছড়াচ্ছে খুব দ্রুত।

দেশটির মোট রোগীর এক-তৃতীয়াংশই বাণিজ্যিক কেন্দ্র হিসেবে পরিচিত গটেংয়ের বাসিন্দা। এছাড়া এই প্রদেশটি খুব দ্রুতই জাতীয়ভাবে করোনা প্রাদুর্ভাবের কেন্দ্র হয়ে উঠেছে। আরও এক মাসেও ভাইরাসটির সংক্রমণ চূড়ায় উঠবে বলেই ধারণা করা হচ্ছে অর্থাৎ সংক্রমণ চূড়ায় উঠতে উঠতে আক্রান্ত বাড়বে আশঙ্কাজনক হারে।

এপ্রিল ও মে মাসে কঠোর লকডাউন নিষেধাজ্ঞা জারি করায় ভাইরাসটির বিস্তারের লাগাম টানতে সক্ষম হয় দক্ষিণ আফ্রিকা। জুন থেকে ধীরে ধীরে সব সচল হতে শুরু করে। কিন্তু গত মাসে ভাইরাসটির সংক্রমণ ফের আশঙ্কাজনক হারে বৃদ্ধি পেতে শুরু করলেও জরুরি অবস্থাসহ কিছু নিষেধাজ্ঞা পুনর্বহাল হয়।

এসএ/এমএস