ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গৃহবন্দির মেয়াদ বাড়ল মেহবুবা মুফতির

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৪৬ এএম, ০২ আগস্ট ২০২০

কাশ্মীরের সাবেক মুখ্যমন্ত্রী পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) নেত্রী মেহবুবা মুফতির বন্দি দশার মেয়াদ আরও তিন মাস বাড়ানো হলো। জননিরাপত্তা আইনেই গৃহবন্দির মেয়াদ বাড়ালো প্রশাসন।

এই আইনে টানা ২ বছর পর্যন্ত কাউকে আদালতে পেশ না করেও আটক রাখা যায়। গত প্রায় এক বছর ধরে বন্দি রয়েছেন তিনি।

গত বছর ৫ অগাস্ট জম্মু-কাশ্মির থেকে বিশেষ ধারা ৩৭০ বাতিল করে কেন্দ্র। তারপরই উপত্যকার অধিকাংশ রাজনৈতিক দলের প্রধানসহ নেতাদের বন্দি করা হয়। জননিরাপত্তা আইনে ফারুক ও ওমর আবদুল্লার সঙ্গেই বন্দি করা হয় মেহবুবা মুফতিকে। তবে তারা ছাড়া পেলেও মুক্ত হননি মেহবুবা।

প্রথমে গেস্ট হাউসে নজরবন্দি রাখা হলেও বর্তমানে বাড়িতেই নজরবন্দি রয়েছেন পিপলস ডেমোক্রেটিক দলের নেত্রী।

এনএফ/এমএস