ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বেপরোয়া তরুণরা সংক্রমণ বৃদ্ধির জন্য দায়ী : ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৪৯ এএম, ৩১ জুলাই ২০২০

তরুণরা স্বাস্থ্যবিধি না মেনে বেপরোয়াভাবে চলাফেরা করার কারণে বিশ্বের অনেকে দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে। বৃহস্পতিবার জেনেভায় করোনা নিয়ে ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়ে সংশ্লিষ্ট দেশগুলোকে সতর্ক করে তরুণদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ডব্লিউএইচও মহাপরিচালক জেনেভায় টেদ্রোস আধানম ওই ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তরুণরাও যে সমানভাবে ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার শঙ্কায় আছেন এমন কথা জানিয়ে বলেন, ‘তরুণরা অপ্রতিরোধ্য নয়। বয়স্ক কিংবা আগে থেকে নানান রোগে আক্রান্তদের মতো তরুণরাও সংক্রমিত হওয়ার সমান ঝুঁকিতে রয়েছেন।’

তিনি এ প্রসঙ্গে আরও বলেন, নভেল করোনাভাইরাস নামক এই মহামারির বিস্তার ঠেকাতে হলে এখন আমাদের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো তরুণদের এটা বোঝানো যে তারও অন্যদের মতো সমানভাবে প্রাণঘাতী এই ভাইরাসটিতে সংক্রমিত হওয়ার ঝুঁকিতে রয়েছেন। তা না হলে সংক্রমণের লাগাম টানা সম্ভব নয়।

জাতিসংঘের স্বাস্থ্য বিষয়ক এই অঙ্গ সংস্থাটির প্রধান বলেন, তাদের হাতে এ সংক্রান্ত প্রমাণ আছে যে, যেসব দেশে করোনাভাইরাস সংক্রমণের ঊর্ধ্বগতি দেখা যাচ্ছে, সেসব দেশে এটার নেপথ্যে রয়েছে তরুণরা। কারণ তারা করোনার সংক্রমণ রোধে যেসব সুরক্ষাব্যবস্থা গ্রহণ করা উচিত তা করছে না।’

তিনি তরুণদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, ‘অন্যরা নিজেদের সুরক্ষিত রাখতে যেসব পদক্ষেপ নিচ্ছে তরুণদেরও অবশ্যই সেসব করতে হবে। কেননা তরুণরাও আক্রান্ত হতে পারে, তরুণরাও মারা যেতে পারে এবং তরুণরাও অন্যদের মধ্যে ভাইরাসটির সংক্রমণ ঘটাতে পারে।’

এসএ/পিআর