ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

এবার ব্রাজিলের ফার্স্ট লেডি করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০৬ এএম, ৩১ জুলাই ২০২০

এবার করোনায় আক্রান্ত হয়েছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারোর স্ত্রী। তিনি ছাড়াও বোলসোনারো সরকারের আরও এক মন্ত্রীও করোনায় আক্রান্ত হয়েছেন।

বৃহস্পতিবার প্রেসিডেন্টের কার্যালয় থেকে এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। লাতিন আমেরিকার এই দেশটিতে করোনা সংক্রমণ কমার কোনো লক্ষণই দেখা যাচ্ছে না।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই ব্রাজিলের স্থান। এর আগে দেশটির প্রেসিডেন্ট জেইর বোলসোনারো নিজেও করোনায় আক্রান্ত হয়েছেন।

সম্প্রতি করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন তিনি। কিন্তু এর মধ্যেই তার স্ত্রী মিশেল বোলসোনারোর করোনায় আক্রান্তের খবর সামনে এলো।

এক বিবৃতিতে জানানো হয়েছে যে, ফার্স্ট লেডি মিশেল বোলসোনারোর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর করোনা পজিটিভ ধরা পড়েছে। তবে তার স্বাস্থ্য এখন ভালো আছে।

এদিকে বৃহস্পতিবার সকালে দেশটির বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ম্যাক্রস পোন্টেস জানিয়েছেন যে, তিনি করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে বোলসোনারো সরকারের পাঁচজন মন্ত্রী করোনায় আক্রান্ত হয়েছেন।

লাতিন আমেরিকার দেশগুলোর মধ্যে ব্রাজিলেই করোনায় আক্রান্ত ও মৃত্যু সবচেয়ে বেশি। দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে আরও ৬৯ হাজারের বেশি মানুষ।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, নতুন করে একদিনেই মারা গেছে ১ হাজার ৫৯৫ জন। ফলে দেশটিতে এখন পর্যন্ত মারা গেছে ৯০ হাজার মানুষ। আর আক্রান্ত হয়েছে ২৫ লাখের বেশি মানুষ।

টিটিএন