ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

নির্বাচনে ফায়দা তুলতে স্নায়ুযুদ্ধ চাচ্ছেন ট্রাম্প : চীন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:১৫ পিএম, ৩০ জুলাই ২০২০

নভেম্বরের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচনে বলির পাঁঠার খোঁজ করছে যুক্তরাষ্ট্র। এ জন্য ট্রাম্প প্রশাসন কমিউনিস্ট শাসিত চীনের সঙ্গে নতুন করে একটা বাণিজ্যু যুদ্ধে জড়িয়ে পড়ার চেষ্টা করছে; যাতে প্রেসিডেন্ট নির্বাচনে ফায়দা তোলা যায়। বৃহস্পতিবার এমন অভিযোগ তুলেছেন লন্ডনে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত। খবর রয়টার্সের।

চীনা রাষ্ট্রদূত লিউ জিয়াওমিং বলেছেন, ‘এটা চীন নয় যারা এ সংঘাত চাচ্ছে। এটা হলো প্রশান্ত মহাসাগরের অপর পারের দেশ (যুক্তরাষ্ট্র), যারা চীনের সঙ্গে একটা নতুন স্নায়ুযুদ্ধ চাচ্ছে। সুতরাং আমাদের তাতে প্রতিক্রিয়া জানাতে হবে। আমাদের (চীনের) স্নায়ুযুদ্ধ কিংবা কোনো ধরনের যুদ্ধের প্রতি আগ্রহ নেই।’

লন্ডনে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত এ প্রসঙ্গে আরও বলেন, ‘যুক্তরাষ্ট্রে কি ঘটছে আমরা সবাই তা দেখছি। তারা চীনকে বলির পাঁঠা বানানোর চেষ্টা করছে। তারা নিজেদের সমস্যার দায় চাপাচ্ছে চীনের ওপর। আমরা সবাই জানি এটা হলো নির্বাচনের (যুক্তরাষ্ট্রের আসন্ন প্রেসিডেন্ট নির্বাচন) বছর।’

তিনি বলেন, ‘চীনকে শত্রু হিসেবে বিবেচনা করে বেইজিং সংশ্লিষ্ট যে কোনো কিছুই তারা করতে চাচ্ছে। সম্ভবত তাদের একটা শত্রু চাই। তারা ভাবছে তারা একটা স্নায়ুযুদ্ধ চায় কিন্তু আমাদের তাতে কোনো আগ্রহ নেই। আমরা আমেরিকাকে বলে আসছি, চীন তোমাদের শত্রু নয়, চীন তোমাদের বন্ধু, তোমাদের অংশীদার।’

দুই দেশের মধ্যে উত্তেজনার পারদ সম্প্রতি আরও নিচে নেমেছে। বিশেষ করে করোনাভাইরাস, হংকং আর পাল্টাপাল্টি কূটনৈতিক অফিস বন্ধ করে দেওয়াসহ নানা বিষয়ে ওয়াশিংটন-বেইজিং সম্পর্কের ক্রমেই অবনতি ঘটছে। অনেকে অভিযোগ তুলছেন, প্রেসিডেন্ট নির্বাচনে ফায়দা তুলতেই ওয়াশিংটনের এহেন পদক্ষেপ।

এসএ/পিআর