লাদেন ছিল পাকিস্তানের নায়ক : মুশাররফ
পাকিস্তানের সাবেক প্রেসিডেন্ট পারভেজ মুশাররফ বলেছেন, লাদেন, হাফিজ ও লাকভির মতো কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের কাছে ছিল নায়ক। ১৯৯০ দশকে কাশ্মীরে জঙ্গি কার্যক্রম চালানোর জন্য লস্কর-ই-তৈয়বার মতো সন্ত্রাসী গোষ্ঠীগুলোকে সমর্থন ও প্রশিক্ষণ দেওয়ার তথ্য তৎকালীন সরকার জানতো বলে মন্তব্য করেছেন মুশাররফ। পাকিস্তানের দুনিয়া টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এসব তথ্য জানান তিনি।
সাবেক এই সেনা প্রধান বলেন, ১৯৯০-এর দশকে কাশ্মীরে স্বাধীনতা সংগ্রাম শুরু হয়। ওই সময় লস্কর ছাড়াও আরো ১১-১২ টি গোষ্ঠীর আত্মপ্রকাশ ঘটে। আমরা তাদের সমর্থন করেছিলাম। কারণ তারা মরণ পণ করে কাশ্মীরে লড়াই চালাচ্ছিল। তালেবান নেতা লাদেন ও হাক্কানিদের ‘হিরো’ বলে সম্বোধন করে তিনি জানান, সোভিয়েত আক্রমণের পর পাকিস্তানই স্বাগত জানায় জঙ্গিগোষ্ঠীগুলোকে।
মুশাররফ আরো বলেন, হাফিজ ও লাকভির মতো লোকজন তো তখন নায়কের মর্যাদা পেতো। ওই সময় লাদেন, হাফিজ ও লাকভির মতো কাশ্মীরের স্বাধীনতা সংগ্রামীরা আমাদের কাছে ছিল নায়ক। পরে ‘ধর্মীয় জঙ্গিকার্যকলাপ’ সন্ত্রাসবাদে বদলে যায়। এখন তারা (পাকিস্তানের জঙ্গিরা) নিজেদের দেশের মানুষকেই মারছে। এটাকে নিয়ন্ত্রণ করতে হবে এবং বন্ধ করতে হবে।
এসঅাইএস