ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভিয়েতনামের করোনা জয়ের গল্প টিকলো না, ৩ মাস পর রোগী শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৩ পিএম, ২৭ জুলাই ২০২০

গত এপ্রিলের পর প্রথমবারের মতো চারজন করোনা রোগী শনাক্ত হওয়ায় ভিয়েতনামের দানাং শহর থেকে প্রায় ৮০ হাজার পর্যটককে সরিয়ে নেয়া হচ্ছে। এই পর্যটকদের বেশিরভাগই স্থানীয় বলে সোমবার সরকারের এক বিবৃতিতে জানানো হয়েছে।

প্রায় তিন মাস পর শনিবার প্রথম স্থানীয়ভাবে একজন করোনা সংক্রমিত হয়েছেন বলে ভিয়েতনাম কর্তৃপক্ষ জানিয়েছে। পরদিন আরও তিনজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। করোনায় নতুন আক্রান্তদের সবাই দেশটির দানাং শহর এবং এর আশপাশের এলাকার। এ ঘটনার পর দক্ষিণ-পূর্ব এশিয়ার এই দেশটিতে নতুন করে সর্বোচ্চ সতর্কতা জারি করা হয়েছে।

সোমবার দেশটির সরকারের এক বিবৃতিতে বলা হয়েছে, বিমানের অভ্যন্তরীণ ফ্লাইটে দানাং শহর থেকে প্রায় ৮০ হাজার পর্যটককে সরিয়ে নিতে সময় লাগবে চারদিন। প্রত্যেকদিন অন্তত ১০০টি ফ্লাইটে এই পর্যটকদের দেশের ১১টি শহরে পৌঁছে দেয়া হবে।

নতুন করে করোনায় আক্রান্তদের সবাই দানাং শহরের হওয়ায় সেখানে সামাজিক দূরত্ব নিশ্চিতে পুনরায় ব্যবস্থা নেয়া হয়েছে। করোনার উৎপত্তিস্থল চীনের প্রতিবেশি হওয়া স্বত্ত্বেও প্রথম রোগী শনাক্ত হওয়ার পর আগ্রাসী ও বিস্তৃত পরিসরের পরীক্ষা, কোয়ারেন্টাইন এবং চিকিৎসার ব্যবস্থা করায় দেশটির সরকার শুরুতেই এই ভাইরাসের লাগাম টেনে এশিয়ায় সফলতার উদাহরণ তৈরি করে।

গত শনিবারের আগে পর্যন্ত দেশটিতে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা ছিল মাত্র ৪২০ জন এবং প্রাণহানির সংখ্যা ছিল শূন্যের কোটায়। দু’দিনে নতুন করে চারজন করোনায় আক্রান্ত হওয়ায় দেশটিতে এখন মোট রোগী ৪২৩। তবে প্রাণহানি এখনও শূন্য।

বিদেশিদের জন্য দরজা এখনও খোলেনি ভিয়েতনাম। কিন্তু স্থানীয় বিনোদন কেন্দ্র ও অভ্যন্তরীণ বিমান চলাচল সংস্থাগুলোর লোভনীয় ছাড়ের কারণে হাজার হাজার মানুষ পর্যটন কেন্দ্রগুলোতে ছুটছেন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় বলছে, দানাং থেকে যারা দেশের অন্যান্য প্রান্তে ফিরবেন তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইন বাধ্যতামূলক করা হয়েছে।

নতুন করে করোনা রোগী শনাক্ত হওয়ার পর অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী এনগুয়েন জুয়ান ফু। রোববার দেশটির সরকারি গণমাধ্যমের খবরে বলা হয়, দানাং ৪২ বছর বয়সী এক চীনা নাগরিককে গ্রেফতার করেছে পুলিশ। চীন থেকে ভিয়েতনামে অভিবাসীদের অবৈধ উপায়ে প্রবেশে সহায়তার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়েছে। স্থানীয় একটি পাচারচক্রের হোতা চীনা এই নাগরিক।

তবে দানাংয়ে নতুন করে যারা করোনায় আক্রান্ত হয়েছেন, তাদের সঙ্গে অবৈধ অভিবাসীদের কোনও সম্পর্ক আছে কিনা সেব্যাপারে কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি।

সূত্র: রয়টার্স, বিবিসি।

এসআইএস/এমকেএইচ