ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

বাগদাদ পুলিশের অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণ

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২৪ এএম, ২৭ জুলাই ২০২০

ইরাকের রাজধানী বাগদাদের একটি অস্ত্রাগারে ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। স্থানীয় সময় রোববার ইরাকের ফেডারেল পুলিশের একটি অস্ত্রাগারে ওই বিস্ফোরণ ঘটে। খবর আরব নিউজ।

সেনাবাহিনীর দেওয়া বিবৃতিতে জানানো হয়েছে যে, প্রচণ্ড তাপমাত্রা এবং দুর্বল গুদামজাতের কারণেই বিস্ফোরণ ও অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

রোববার সন্ধ্যায় বাগদাদের ওই অঞ্চলে একের পর এক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, ওই অস্ত্রাগার সেনা ঘাঁটির একটি অংশ, যা পুলিশ ও প্যারামিলিটারি বাহিনী উভয়ই ব্যবহার করে থাকে।

এর আগে গত বছরের আগস্টেও ওই একই অস্ত্রাগারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল। সে সময় অগ্নিকাণ্ড থেকে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল পুরো বাগদাদ জুড়েই।

ওই দুর্ঘটনায় একজনের মৃত্যু হয়েছে এবং আহত হয়েছে আরও ২৯ জন। তবে রোববারের বিস্ফোরণের ঘটনায় এখনও হতাহতের কোনও খবর পাওয়া যায়নি।

ইরাকের প্যারামিলিটারি ফোর্স গত বছর একের পর এক বিস্ফোরণের ঘটনার দায় চাপিয়েছিল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের উপর। কারণ সে সময় ওয়াশিংটন ও তেহরানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটেছিল।

টিটিএন/জেআইএম