ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

তাইওয়ানের হাত ধরে সমুদ্রভ্রমণে ফিরছেন পর্যটকেরা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৪৬ পিএম, ২৬ জুলাই ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে কয়েক মাস ধরে অনেকটাই স্থবির সামুদ্রিক প্রমোদভ্রমণ। তবে সংক্রমণ প্রতিরোধ সফল তাইওয়ানের হাত ধরে আবারও গতি ফিরছে এ শিল্পে। রোববার থেকেই অপরূপ সামুদ্রিক দ্বীপ-দর্শনে রওয়ানা হচ্ছেন অন্তত ৯০০ যাত্রী।

এদিন হংকংয়ের জেন্টিং ড্রিম ক্রুজের একটি বিশাল প্রমোদতরী তাইওয়ানের উত্তরাঞ্চলীয় কীলাং বন্দর থেকে যাত্রা শুরু করবে। প্রতিষ্ঠানটি পেংহু, কিনমেন ও মাৎসু দ্বীপের নৈসর্গিক দৃশ্য উপভোগ করতে পর্যটকদের পাঁচ দিনব্যাপী ভ্রমণের সুযোগ দিচ্ছে।

সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে জাহাজটি ধারণক্ষমতার মাত্র এক-তৃতীয়াংশ যাত্রী নিয়ে ভ্রমণে যাচ্ছে। যাত্রাকালে কেউ অসুস্থ হয়ে পড়লে তাদের আইসোলেশনে রাখাতে এতে ২২টি বিশেষ ওয়ার্ড প্রস্তুত করা হয়েছে। সুরক্ষার খাতিরে জাহাজের ব্যুফে সার্ভিস বাদ দেয়া হয়েছে, বন্ধ রাখা হয়েছে ক্যাসিনো ও স্পা সেন্টারগুলো।

যাত্রা শুরুর আগে জাহাজটির ক্রুদের টানা ২১ দিন বিশেষ স্বাস্থ্য পরীক্ষার মধ্যে দিয়ে যেতে হয়েছে। ভ্রমণকালে সম্মুখভাগে থাকা সব ক্রুর মাস্ক ও গ্লাভস পরা বাধ্যতামূলক করা হয়েছে। যাত্রীদেরও পর্যাপ্ত সামাজিক দূরত্ব বজায় রাখার পরামর্শ দেয়া হয়েছে।

মহামারির কারণে ক্ষতিগ্রস্ত অর্থনীতির গতি ফেরাতে তাইওয়ান সরকারের ধারাবাহিক পদক্ষেপের অংশ হিসেবে এ প্রমোদভ্রমণ শুরু করতে যাচ্ছে তারা। করোনার বিস্তার রোধে মার্চের মাঝামাঝি থেকেই সীমান্ত বন্ধসহ অনাবশ্যক বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা ছিল সেখানে। মহামারি নিয়ন্ত্রণে সফল এ অঞ্চলে এপর্যন্ত মাত্র ১১ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, এছাড়া তিন মাসেরও বেশি সময় সেখানে স্থানীয়ভাবে কোনও সংক্রমণের খবর পাওয়া যায়নি।

সূত্র: রয়টার্স
কেএএ/