ভারতে একদিনে সর্বোচ্চ ১১২৯ মৃত্যু, আক্রান্ত ৪৫৭২০
ভারতে গত একদিনে সর্বোচ্চ আক্রান্ত ও মৃত্যুর রেকর্ড হয়েছে। দেশটিতে গত ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ২২৯ জন কোভিড-১৯ রোগী মারা গেছেন। এ সময়ে নতুন শনাক্ত ৪৫ হাজার ৭২০ জন। এরই সঙ্গে ভারতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ১২ লাখ ছাড়াল। ভাইরাসটিতে সংক্রমিত হয়ে মোট মৃতের সংখ্যাও প্রায় ৩০ হাজার।
ভারতের কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় বৃহস্পতিবার করোনা ব্রিফিংয়ে এমন তথ্য জানায়। তাতে বলা হচ্ছে, দেশটিতে এখন সক্রিয় কোভিড-১৯ রোগীর সংখ্যা ৪ লাখ ২৬ হাজার ১৬৭ জন। তবে আক্রান্ত হিসেবে শনাক্ত ১২ লাখের মধ্যে ৭ লাখ ৮২ হাজারের বেশি রোগী এখন সুস্থ। আক্রান্তে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র, তামিলনাডু ও দিল্লি।
মার্চে লকডাউন দিয়ে কিছুদিন সংক্রমণের রাশ টেনে ধরতে পারলেও জুন থেকে নিষেধাজ্ঞা শিথিল হতে থাকলে ভাইরাসটির বিস্তার আশঙ্কাজনক হারে বাড়তে শুরু করে। সংক্রমণের ঊর্ধ্বগতি ঠেকাতে কিছু রাজ্য ও শহর আবার লকডাউন সংক্রান্ত বিধিনিষেধগুলো পুনর্বহাল করে। সবশেষ এমনটা করেছে জম্মু ও কাশ্মির।
গত এক মাসে ভারতে করোনায় দৈনিক মৃত্যুর সংখ্যা ৫০০ থেকে ৬৫০ এর মধ্যে উঠানামা করলেও গতদিনে তা এগারোশ ছাড়িয়ে গেছে। শীর্ষ সংক্রমিত দেশগুলোর তালিকায় যুক্তরাষ্ট্র ও ব্রাজিলের পরই ভারতের অবস্থান। বিশেষজ্ঞরা বলছেন, ভারতে সংক্রমণ এখনও চূড়ায় পৌঁছায়নি, আগামীতে আক্রান্ত-মৃত্যু আরও বাড়বে।
সরকারি হিসাব অনুযায়ী, দেশটি এখন পর্যন্ত দেড় কোটিরও বেশি মানুষের করোনা পরীক্ষা করেছে। গতকাল বুধবার সর্বোচ্চ সাড়ে তিন লাখের বেশি নমুন সংগ্রহ করে সর্বোচ্চ পরীক্ষা করা হয়েছে। গতদিনে সর্বাধিক ৬ হাজার ৪৯৭ জন আক্রান্ত ও ১৯৩ জন মারা গেছে মহারাষ্ট্র রাজ্যে।
এসএ/এমকেএইচ