ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনা রোগীর সেবায় আফগান ছাত্রীদের সাশ্রয়ী ভেন্টিলেটর আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:২৯ পিএম, ২১ জুলাই ২০২০

করোনার এই আকালে বাজারে একটি ভেন্টিলেটরের দাম পড়ছে সাধারণত ২০ হাজার ডলার (প্রায় ১৭ লাখ টাকা) করে। সেখানে মাত্র ৭০০ ডলারেই সাশ্রয়ী ভেন্টিলেটর আবিষ্কার করেছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানের সাত ছাত্রী।

আফগান মেয়েদের এই রোবোটিক্স টিম আগেও রোবট তৈরিতে অনন্য দক্ষতা দেখিয়ে আন্তর্জাতিক পুরস্কার জিতেছে। গত মার্চে করোনা রোগীদের সেবায় সহজলভ্য এবং সাশ্রয়ী মূল্যের ভেন্টিলেটর তৈরি শুরু করে তারা। প্রায় চার মাস চেষ্টার পর অবশেষে সফল হয়েছে ছাত্রীরা।

ভেন্টিলেটরটি তৈরিতে আংশিক নকশা নেয়া হয়েছে ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজি (এমআইটি) থেকে। এ কাজে আফগান কিশোরীদের পরামর্শ দিয়ে সাহায্য করেছে হার্ভার্ড ইউনিভার্সিটিও।

আফগান মেয়েদের আবিষ্কৃত ভেন্টিলেটরটি ওজনে বেশ হালকা, ব্যাটারিতে চালানো যাবে প্রায় ১০ ঘণ্টা পর্যন্ত। আর বাজারের স্বাভাবিক দামের তুলনায় এর দাম হবে অন্তত ২০ গুণ কম।

jagonews24

কিশোরীদের তৈরি এ ভেন্টিলেটর পুরোদমে ব্যবহারের আগে এটিকে বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্য দিয়ে যেতে হবে। তারপরও, ছাত্রীদের এমন সাফল্যে বেশ আনন্দিত আফগান সরকার।

সরকারি হিসাবে, আফগানিস্তানে এ পর্যন্ত ৩৫ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত এবং ১ হাজার ১৮১ জনের মৃত্যুর কথা বলা হলেও বিশেষজ্ঞদের ধারণা, দেশটিতে প্রকৃত আক্রান্তের সংখ্যা কয়েকগুণ বেশি। বছরের পর বছর ধরে যদ্ধে ক্ষতিগ্রস্ত দেশটিতে এত বিপুল সংখ্যক রোগীকে সেবা দিতে ভেন্টিলেটর রয়েছে মাত্র ৮০০টি। সেক্ষেত্রে, ছাত্রীদের এমন আবিষ্কার ভয়াবহ চিকিৎসা সংকট থেকে আফগানিস্তানকে উদ্ধারে বড় অবদান রাখবে বলে মনে করা হচ্ছে।

আফগান স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র আকমল সামসুর জানিয়েছেন, ছাত্রীদের আবিষ্কৃত ভেন্টিলেটরটি অনুমোদন পাওয়ার সঙ্গে সঙ্গেই তা হাসপাতালগুলোতে পাঠিয়ে দেয়া হবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গেও এর নকশা শেয়ার করা হবে। এছাড়া, বাণিজ্যিকভাবে উৎপাদন করে সাশ্রয়ী ভেন্টিলেটরটি বিদেশেও রপ্তানি করা হতে পারে।

সূত্র: রয়টার্স

কেএএ/এমকেএইচ