ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

টাওয়ার-শপিংমলে নামাজের স্থানও খুলে দিল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:০৪ পিএম, ১৯ জুলাই ২০২০

 

বিভিন্ন শপিংমল ও টাওয়ারে নামাজ পড়ার স্থানগুলো খুলে দেয়ার মাধ্যমে লকডাউন আরও শিথিল করল সংযুক্ত আরব আমিরাত। সোমবার (২০ জুলাই) থেকেই এসব স্থানে সর্বোচ্চ ৩০ শতাংশ ধারণক্ষমতার শর্তে আবারও নামাজ আদায় করতে পারবেন মুসল্লিরা।

দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা ডব্লিউএএম জানিয়েছে, নামাজের সময় মুসল্লিদের অবশ্যই অন্তত দুই মিটারের শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। নামাজের আগে ও পরে কেউ সেখানে থাকতে পারবেন না। এসব জায়গায় করমর্দন সম্পূর্ণ নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

নামাজের স্থানে প্রবেশের আগে অবশ্যই হাত ভালোভাবে পরিষ্কার করতে হবে এবং সবসময় মাস্ক পরা থাকতে হবে। কেউ পবিত্র কোরআন পাঠ করতে চাইলে স্মার্টফোনের মতো ব্যক্তিগত ডিভাইস ব্যবহার করতে হবে।

jagonews24

এছাড়া, প্রতিবার নামাজে একবার ব্যবহারযোগ্য জায়নামাজ ব্যবহার করতে হবে। এসব জায়নামাজ নামাজের স্থানগুলোতেই পাওয়া যাবে।

একজন ওজু করার পরেই ওজুস্থান এবং প্রতি ওয়াক্তে নামাজের পর পুরো নামাজের স্থানটিই জীবাণুমুক্ত করা হবে।

এর আগে, চলতি মাসের শুরুর দিকেই খুলে দেয়া হয়েছে আমিরাতের মসজিদগুলো। চালু হয়েছে সব ব্যবসাপ্রতিষ্ঠান ও বিনোদনকেন্দ্রও।

মধ্যপ্রাচ্যের এ দেশটিতে গত ২৪ ঘণ্টায় নতুন করে ২৮৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে এবং মারা গেছেন একজন। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৫৬ হাজার ৭১১ জন, মৃত্যু হয়েছে ৩৩৮ জনের।

সূত্র: আরব নিউজ

কেএএ/এমকেএইচ