ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানগামী ফ্লাইট চালু করছে এমিরেটস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:০১ এএম, ১৭ জুলাই ২০২০

 

ইরানগামী ফ্লাইট আবারও চালু করতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক এমিরেটস এয়ারলাইন্স। সংস্থাটি জানিয়েছে যে, তারা শিগগিরই আবারও তেহরানগামী ফ্লাইট চালু করবে।

বিশ্বব্যাপী প্রাণঘাতী করোনাভাইরাসের মহামারি ছড়িয়ে পড়ার পর এমিরেটস তাদের সব ফ্লাইট বন্ধ করে দেয়। অবশেষে চার মাস বন্ধ থাকার পর এমিরেটস নতুন করে ফ্লাইট চালু করতে যাচ্ছে।

এমিরেটস এয়ারলাইন্স বৃহস্পতিবার তাদের টুইটার পেজে জানিয়েছে যে, ১৭ জুলাই থেকে তেহরানগামী ফ্লাইট চালু হবে এবং প্রতিদিনই ফ্লাইট চলবে।

এছাড়া ইথিওপিয়ার রাজধানী আদ্দিস আবাবা, চীনের গুয়াংজু এবং নরওয়ের রাজধানী অসলোতেও চলতি মাসের শেষের দিকে এবং আগস্টের প্রথম দিক থেকে ফ্লাইট চালু করা হবে।

সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ইংরেজি দৈনিক দ্য ন্যাশনালের এক প্রতিবেদনে জানানো হয়েছে যে, করোনাভাইরাসের ঝুঁকি থেকে যাত্রীদেরকে সুরক্ষা দিতে এমিরেটস এয়ারলাইন্স প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

তবে তেহরান থেকে এমিরেটসের ফ্লাইট উঠতে হলে যাত্রীদেরকে আগেভাগেই তাদের করোনা ভাইরাসের নেগেটিভ সার্টিফিকেট দেখাতে হবে। -পার্স ট্যুডে।

টিটিএন/এমএস