ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মৃত্যুর সময় করোনায় আক্রান্ত ছিলেন নেলসন ম্যান্ডেলার মেয়ে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১১:৫৩ পিএম, ১৬ জুলাই ২০২০

গত সোমবার জোহানেসবার্গের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন দক্ষিণ আফ্রিকার বর্ণবাদবিরোধী আন্দোলনের কিংবদন্তি নেতা প্রয়াত নেলসন ম্যান্ডেলার ছোট মেয়ে জিন্দজি ম্যান্ডেলা। মৃত্যুর কারণ এখনও নিশ্চিত না হলেও তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার জিন্দজির ছেলে জন্দোয়া ম্যান্ডেলা রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসএবিসি’কে বলেছেন, ‘মৃত্যুর দিন আমার মা করোনা পজিটিভ ছিলেন ঠিকই, তবে এর অর্থ এটা নয় যে, তিনি ভাইরাসসংক্রান্ত জটিলতায় মারা গেছেন। পরীক্ষায় তিনি শুধু পজিটিভ ধরা পড়েছিলেন।’

গত সোমবার ভোরের দিকে মারা যান জিন্দজি ম্যান্ডেলা। এসময় তার বয়স হয়েছিল ৫৯ বছর। মৃত্যুর আগে ডেনমার্কে দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রদূত হিসেবে দায়িত্বরত ছিলেন তিনি।

jagonews24

নেলসন ম্যান্ডেলার দ্বিতীয় স্ত্রী বর্ণবাদবিরোধী আন্দোলনের নেত্রী উইনি মাদিকিজেলা-ম্যান্ডেলার কন্যা জিন্দজি। দক্ষিণ আফ্রিকার প্রথম কৃষ্ণাঙ্গ এ প্রেসিডেন্টের ছয় সন্তানের মধ্যে বর্তমানে মাত্র দু’জন জীবিত আছেন। তারা হলেন— জিন্দজির বোন জেনানি দ্লামিনি ও ম্যান্ডেলার প্রথম স্ত্রীর সন্তান পুমলা মাকাজিয়ে ম্যান্ডেলা।

১৯৮৫ সালে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গ প্রেসিডেন্ট পিডব্লিউ বোথা নেলসন ম্যান্ডেলাকে শর্তসাপেক্ষে বন্দিদশা থেকে মুক্তির প্রস্তাব দিয়েছিলেন। তখন কারাগার থেকে পত্র পাঠিয়ে সেই মুক্তির প্রস্তাব প্রত্যাখান করেন ম্যান্ডেলা। বাবার সেই মুক্তির প্রস্তাব প্রত্যাখ্যানের পত্র জনসম্মুখে পাঠ করে আলোচনায় আসেন জিন্দজি ম্যান্ডেলা।

সূত্র: ডেইলি মেইল
কেএএ/