ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শীতে করোনার দ্বিতীয় ঝড়ে লক্ষাধিক মৃত্যুর শঙ্কা যুক্তরাজ্যে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১৪ জুলাই ২০২০

চীনের উহানে করোনাভাইরাস শনাক্তের ঠিক একমাসের মাথায় গত ৩১ জানুয়ারি যুক্তরাজ্যে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। একই পরিবারের দু’জন আক্রান্তের মধ্য দিয়ে ব্রিটেনে সূচনা হয় করোনা অধ্যায়। এ ভাইরাসের তাণ্ডবে দেশটিতে এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯০ হাজারের বেশি মানুষ। মারা গেছেন ৪৪ হাজার ৮৩০ জন। তবে এখানেই শেষ নয়, করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে আসন্ন শীতে এই ভাইরাসে আরও হুমকির মধ্যে পড়তে পারেন ব্রিটিশরা। দ্বিতীয় ধাপে দেশটিতে এর চেয়েও বেশি মানুষের প্রাণহানি হতে পারে।

বিজ্ঞানীরা বলছেন- ব্রিটেনে করোনা সংক্রমণের দ্বিতীয় ধাপে শীতে আরও বেশি মানুষের মৃত্যু হতে পারে। শীতকালে দেশটিতে এক লাখ ২০ হাজারের মতো মানুষ মারা যেতে পারেন।

বিজ্ঞানীরা একটি মডেল তৈরি করেছে যেখানে দেখা গেছে, জানুয়ারি বা ফেব্রুয়ারিতে অবস্থা খারাপ হলে ২৪ হাজার ৫০০ থেকে ২ লাখ ৫১ হাজার মানুষ মারা যেতে পারে শুধু হাসপাতালেই। যে ঝুঁকি মডেল তৈরি করা হয়েছে, তার মধ্যে লকডাউন, চিকিৎসা ও ভ্যাকসিন বিবেচনায় আনা হয়নি।

এ পর্যন্ত দেশটিতে ৪৪ হাজার ৮৩০ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা। এর মধ্যে জুলাইতে মৃত্যুর হার অনেকটাই কমেছে। এই মাসের ১৪ দিনে মৃত্যু হয়েছে মাত্র এক হাজার ১০ জনের। যেখানে এপ্রিলের শেষের দিকে এবং মে-তে দিনেই দেশটিতে দুই হাজারের কাছাকাছি মানুষের মৃত্যু হতো। তবে বিজ্ঞানীদের শঙ্কা অনুযায়ী, শীত ফের হুমকি হয়ে আসছে ব্রিটিশদের জন্য।

বিজ্ঞানীরা বলছেন, ‘দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হলে ঝুঁকি আরও কমবে।’

যুক্তরাজ্যের প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা স্যার প্যাট্রিক ভ্যালান্স বলেন, ‘শীত পরবর্তী সময়ে করোনা কীভাবে সংক্রমণ ছড়ায় এ নিয়ে এখনও বড় ধরনের শঙ্কা রয়েছে।’

তবে গবেষকরা বলছেন, শীতে করোনার জীবাণু দীর্ঘ সময় বেঁচে থাকতে পারে এতে অনেকক্ষণ ঘরবন্দী থাকলেও সংক্রমণ ঝুঁকি থাকবেই।

উল্লেখ্য, চীনের উহান থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাসে বিশ্বব্যাপী এ পর্যন্ত এক কোটি ৩২ লাখ ৫৯ হাজারের বেশি মানুষ আক্রান্ত হয়েছেন। এ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৫ লাখ ৭৬ হাজারের বেশি মানুষ। এ পর্যন্ত সুস্থ হয়েছেন প্রায় সাড়ে ৭৭ লাখ মানুষ।

এফআর/পিআর