ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

কোয়ারেন্টাইনে বাসায় বসে চরম বিরক্ত ব্রাজিলের প্রেসিডেন্ট

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৪ জুলাই ২০২০

প্রায় এক সপ্তাহ ধরে কোয়ারেন্টাইনে থেকে বিরক্ত হয়ে গেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট জেইর বোলসোনারো। তার দেহে পরীক্ষা-নিরীক্ষার পর করোনা শনাক্তের পর থেকেই তিনি কোয়ারেন্টাইনে আছেন। খবর এএফপির।

বোলসোনারো সোমবার এক বিবৃতিতে জানিয়েছেন যে, তিনি আবারও করোনার পরীক্ষা করাবেন। তিনি বলেন, এভাবে আইসোলেশনে থাকা যাচ্ছে না।

তিনি করোনা পরীক্ষা করালে মঙ্গলবারই এর ফলাফল হাতে পাবেন। টেলিফোনে সিএনএনকে দেওয়া এক
সাক্ষাতকারে বোলসোনারো বলেন, আমি খুব উদ্বেগের সঙ্গে অপেক্ষা করছি। তিনি আরও বলেন, আমি এভাবে বাসায় থাকতে পারছি না। এই রুটিনে চলা যায় না। এটা সত্যিই ভয়ঙ্কর।

এখন পর্যন্ত বিশ্বের বিভিন্ন দেশের মধ্যে যুক্তরাষ্ট্রেই করোনার সংক্রমণ সবচেয়ে বেশি। এরপরেই সংক্রমণের তালিকায় রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। সাম্প্রতিক সময়ে দেশটিতে করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে।

প্রথম থেকেই করোনা মহামারিকে গুরুত্ব দেননি প্রেসিডেন্ট বোলসোনারো। এমনকি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে দেশজুড়ে কঠোর কোনো পদক্ষেপ গ্রহণেও ব্যর্থ হয়েছেন তিনি।

সিএনএনকে দেওয়া ওই সাক্ষাতকারে বোলসোনারো জানিয়েছেন, তিনি আগের চেয়ে অনেক ভালো অনুভূব করছেন। এখন তার জ্বর নেই এবং শ্বাসকষ্টও হচ্ছে না। তিনি জানিয়েছেন, তিনি খাবারের স্বাদও হারাননি। যদিও অনেক করোনা রোগীই যে কোনো কিছুর গন্ধ ও খাবারের স্বাদ হারিয়ে ফেলে।

তিনি আরও বলেছেন, যদি সবকিছু স্বাভাবিক থাকে তবে তিনি কাজে ফিরে যাবেন। আর যদি স্বাভাবিক না হয় তবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিনি কাজ চালিয়ে যাবেন বলে জানিয়েছেন।

ব্রাজিলে এখন পর্যন্ত ১৮ লাখ ৮৭ হাজার ৯৫৯ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে ৭২ হাজার ৯২১ জন মারা গেছে এবং সুস্থ হয়ে উঠেছে ১২ লাখ ১৩ হাজার ৫১২ জন।

টিটিএন/জেআইএম