ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

দুই টন মাদকসহ সৌদি যুবরাজ আটক

প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২৬ অক্টোবর ২০১৫

মধ্যপ্রাচ্যের জঙ্গি সংগঠনগুলো যে ‘কেপ্টাগন পিল’ সেবন করে উন্মত্ত হয় সেই মাদকসহ এবার আটক হলেন এক সৌদি যুবরাজ। সোমবার বৈরুতের রফিক হারিরি আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আবদুল আল মুহসেন বিন ওয়ালিদ বিন আবদুল আজিজ আল সৌদ নামের ওই যুবরাজকে আটক করে লেবাননের নিরাপত্তা বাহিনী।

তার কাছ থেকে দুই টন ‘কেপ্টাগন পিল’ জব্দ করা হয়েছে। যুবরাজের সঙ্গী আরো চারজনকেও আটক করা হয়েছে। নিজের ব্যক্তিগত বিমানে ওই যুবরাজ সৌদি আরব যাচ্ছিলেন। লেবাননের আল মায়াদিন টিভি জানিয়েছে, ৪০টি প্যাকেটে দুই টন মাদক ওই যুবরাজের কাছ থেকে জব্দ করা হয়েছে।

পিস টিভি জানিয়েছে, যুবরাজের কাছ থেকে পাওয়া মাদকের নাম ‘কেপ্টাগন পিল’। যা সৌদি আরবের তরুণদের মাঝে বেশ ‘জনপ্রিয়’ একটি মাদক। আইএস জঙ্গিরাও ব্যাপকভাবে কেপ্টাগন পিল সেবন করে থাকে। এই মাদক সেবনের পরপরই তারা নানা তাণ্ডবলীলায় মেতে ওঠে।

উল্লেখ্য, ইসলামি আইন অনুযায়ী মাদক সেবন বা ব্যবহারে সর্বেোচ্চ সাজা প্রদান করা হয়।

এসএইচএস/বিএ