ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

করোনাকালীন সেবা: ৮০ হাজার কর্মীর বেতন বাড়াচ্ছে আইসিআইসিআই ব্যাংক

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৩১ পিএম, ১০ জুলাই ২০২০

করোনাভাইরাস মহামারির সময়ে সম্মুখ সারিতে থেকে সেবা দিয়ে আসা ৮০ হাজারের বেশি কর্মীকে পুরস্কৃত করতে যাচ্ছে ভারতের বেসরকারি খাতের দ্বিতীয় বৃহত্তম আইসিআইসিআই ব্যাংক। মঙ্গলবার এই ব্যাংক কর্তৃপক্ষ বলছে, তাদের ৮০ হাজারের বেশি সামনের সারির কর্মীর বেতন ৮ শতাংশ করে বৃদ্ধি করা হবে।

ভারতের এই ব্যাংক কর্তৃপক্ষ দেশটির সরকারি সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছে, কোভিড-১৯ মহামারিতে গ্রাহক সেবা দেয়ায় কর্মীদের পুরস্কার প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এই সিদ্ধান্ত অনুযায়ী- ব্যাংকের ৮০ শতাংশের বেশি কর্মীর বেতন বাড়ানো হবে।

২০২০-২১ অর্থ বছর থেকে কর্মীদের ৮ শতাংশ বৃদ্ধি করা হবে; যা চলতি জুলাই থেকেই কার্যকর হবে। আইসিআইসিআই সূত্র বলছে, করোনাভাইরাস মহামারির সময়ে একেবারে সামনের সারিতে থেকে যে কর্মীরা গ্রাহকদের মুখোমুখি হয়েছেন তাদের বেতন বৃদ্ধি করা হবে। তারা শাখার কার্যক্রম এবং ব্যাংকের অন্যান্য কার্যাবলি নিশ্চিত করেছেন।

পিটিআই বলছে, ভারতে এমন এক সময় বেসরকারি এই ব্যাংক কর্তৃপক্ষ কর্মীদের বেতন বাড়ানোর ঘোষণা দিয়েছে; যখন দেশের বিভিন্ন সংস্থা ব্যয় সংকোচনের জন্য বেতন বৃদ্ধি স্থগিত এবং কমিয়ে এনেছে।

করোনাভাইরাস মহামারির কারণে অর্থনৈতিক সঙ্কটের মুখে দেশটির অনেক সংস্থা ব্যয় সংকোচনে বাধ্য হয়েছে। করোনাভাইরাসের বিস্তারের লাগাম টানতে গত মার্চের শেষের দিক থেকে ভারতে লকডাউন জারি করা হয়। লকডাউনের কারণে দেশটিতে অর্থনীতির চাকা প্রায় থমকে গেছে, জনজীবনে নেমে এসেছে স্থবিরতা।

ভারতে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিনিয়ত লাফিয়ে লাফিয়ে বাড়ছে। শুক্রবার পর্যন্ত দেশটিতে এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন ৭ লাখ ৯৮ হাজার ১৫২ জন এবং মারা গেছেন ২১ হাজার ৬৫৬ জন। এছাড়া আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে সুস্থ হয়ে উঠেছেন ৪ লাখ ৯৭ হাজার ৬৮৮ জন।

সূত্র: পিটিআই।

এসআইএস/পিআর