যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বৈঠক করবে না উত্তর কোরিয়া
যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বৈঠকের প্রয়োজন নেই বলে মনে করছে উত্তর কোরিয়া। দেশটির শীর্ষ নেতা কিম জং উনের বোন কিম ইয়ো জং বলেছেন, ওয়াশিংটন তার নীতিতে ‘নিষ্পত্তিমূলক পরিবর্তন’ না আনা পর্যন্ত যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো বৈঠকের প্রয়োজন হবে না।
মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী স্টিফেন বিগান দক্ষিণ কোরিয়ায় তিনদিনের সফর শেষ করার একদিন পর শুক্রবার (১০ জুলাই) কিম জং উনের প্রভাবশালী উপদেষ্টা হিসেবে পরিচিত তার বোন এসব কথা বললেন। বিগান তার সফরে কিমের সঙ্গে বৈঠকের ব্যাপারে ট্রাম্পের আগ্রহের কথা ব্যক্ত করেছিলেন।
দুই বছর আগে কিম জং উন ও যুক্তরাষ্ট্রের ডোনাল্ড ট্রাম্প সিঙ্গাপুরে প্রথম বৈঠক করেন। এরপর আরও দুইবার বৈঠক করেন তারা। পরে ২০১৯ সালের শুরুর দিকে উত্তর কোরিয়ার পরমাণু অস্ত্র ধ্বংসের বিনিময়ে দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার নিয়ে মতবিরোধের কারণে হ্যানয় বৈঠক ভেস্তে যায়।
এদিকে চলতি সপ্তাহে ট্রাম্প বলেন, তার কাছে ‘উপকারী’ মনে হলে কিমের সঙ্গে অবশ্যই আবার বৈঠকে বসবেন তিনি। এই বৈঠক আসন্ন নির্বাচনে তার ভাবমূর্তি রক্ষায় সহায়ক হতে পারে বলে ট্রাম্পের আশা।
তবে কিম ইয়ো জং শুক্রবার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, এই মুহূর্তে যুক্তরাষ্ট্রের সঙ্গে আর কোনো আলোচনা নয়। এখন বৈঠক অনুষ্ঠিত হলে তা শুধুমাত্র এক ব্যক্তির (ট্রাম্পের) স্বার্থ রক্ষা করা হবে।
সূত্র : পার্সটুডে
এমএসএইচ/এমএস
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ ইউক্রেনের আরও একটি গ্রাম দখল করেছে রাশিয়া
- ২ চিন্ময় দাস ইস্যুতে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতি
- ৩ পিটিআইয়ের বিক্ষোভ ঘিরে পাকিস্তানে তুলকালাম, দফায় দফায় সংঘর্ষ
- ৪ ট্রাম্প ক্ষমতা গ্রহণের আগেই বিদেশি শিক্ষার্থী-কর্মীদের যুক্তরাষ্ট্রে ফেরার পরামর্শ
- ৫ পাকিস্তান সরকারকে মানবাধিকার রক্ষার আহ্বান যুক্তরাষ্ট্রের