ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

১২ বছর পর দেশে ফিরলেন সেই গীতা

প্রকাশিত: ১১:৪২ এএম, ২৬ অক্টোবর ২০১৫

বজরঙ্গি ভাইজান সিনেমা মুক্তি পাওয়ার কিছুদিন আগে বেশ হইচই পড়ে গিয়েছিলো। এই সিনেমায় দেখানো হয়েছিলো ভারতে আটকে পড়া এক পাকিস্তানি শিশুর গল্প। কিন্তু এর ঠিক উল্টো এবং একেবারেই বাস্তব এ রকম একটি ঘটনা ঘটেছে ভারতে।

গীতা নামের এক ভারতীয় তরুণী নিখোঁজ হয়েছিলেন প্রায় এক যুগ আগে। রোববার দুই দেশের সহায়তায় নিজ দেশে ফিরে এসেছেন গীতা। পাকিস্তানে দীর্ঘদিন থাকলেও তার পরিবার কোনো খোঁজ-খবর জানতো না গীতার।

১০ থেকে ১২ বছর আগের কথা। দিল্লি থেকে পাকিস্তানের লাহোর স্টেশনে পৌঁছেছিল ভারতের একটি ট্রেন। সব যাত্রী নেমে গেলেও ট্রেনে একা বসেছিলেন গীতা। পরে পাক রেঞ্জার্সরা তাকে ট্রেনের কামরা থেকে উদ্ধার করেন। কিন্তু তাদের কোনো জবাব না দিয়ে শুধুই ফ্যালফ্যাল দৃষ্টিতে চেয়ে থাকেন তিনি। কথা বলতে পারেন না, কানেও শোনেন না।

পরে করাচির একটি স্বেচ্ছাসেবী সংস্থায় অাশ্রয় হয় গীতার। সেখানেই বড় হতে থাকেন তিনি। এর মধ্যেই দুদেশে মু্ক্তি পায় ‘বজরঙ্গি ভাইজান’। আলোচনায় চলে আসে গীতার কাহিনি। স্বেচ্ছাসেবী সংস্থাটি বেশ কয়েকবার চেষ্টা করেও মেয়েটির পরিবারের সন্ধান পায়নি। কিন্তু একটা সিনেমাই বদলে দেয় পুরো চিত্র।

দুই মাস আগে ইসলামাবাদে পাকিস্তানের হাইকমিশনারের মাধ্যমে গীতার কাছে একটি ছবি পাঠানো হয়। ছবি দেখে গীতা তার পরিবারের সদস্যদের চিহ্নিত করেন। গীতার বয়স এখন ২৩ বছর। এ ঘটনার পর গীতার পরিবার পাকিস্তানে যান। সেখানে মেয়েকে দেখে চিনতে পারে গীতার বাবা-মা।

রোববার সকাল সাড়ে ১০টার দিকে গীতা দিল্লিতে পৌঁছান। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এক টুইট বার্তায় বলেন, ঘরের মেয়েকে দেশে স্বাগত।

এসআইএস/এমএস