ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইরানে ফের বাড়ছে সংক্রমণ, একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:৫২ পিএম, ০৫ জুলাই ২০২০

বেশ কিছুদিন নিয়ন্ত্রণে থাকার পর ইরানে আবারও বাড়তে শুরু করেছে করোনাভাইরাসের সংক্রমণ। সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুর ঘটনাও। গত সোমবারই ১৬২ জনের মৃত্যুর রেকর্ড গড়েছিল দেশটি। রোববারের মৃত্যু ছাড়িয়ে গেছে সেটিও।

ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় সেখানে করোনায় প্রাণ হারিয়েছেন অন্তত ১৬৩ জন, যা এখন পর্যন্ত দেশটিতে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড। এ নিয়ে ইরানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৫৭১ জন।

ইরানি স্বাস্থ্য মন্ত্রণালয়ের মুখপাত্র সিমা সাদাত লারি জানিয়েছেন, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে ২ হাজার ৫৬০ জনের শরীরে শনাক্ত হয়েছে নভেল করোনাভাইরাস। এ নিয়ে সেখানে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪০ হাজার ৪৩৮ জনে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে করোনায় সবচেয়ে বেশি ভুগছে ইরান। গত ফেব্রুয়ারিতে সেখানে প্রথম করোনা রোগী শনাক্ত হয়, এরপরই ব্যাপক হারে বাড়তে থাকে সংক্রমণ। দেখতে দেখতেই মৃত্যুপুরী হয়ে ওঠে দেশটি। কড়া লকডাউন দেয়ার পর মে মাসের দিকে ইরানে করোনার বিস্তার বেশ কমে যায়।

কিন্তু, গত কয়েকদিন ধরে সেখানে আবারও লাফিয়ে লাফিয়ে বাড়ছে আক্রান্তের সংখ্যা। করোনাভাইরাসের বিস্তার রোধে জনম্মুখে মাস্ক পরা বাধ্যতা মূলক করেছে ইরান সরকার।

সূত্র: আরব নিউজ

কেএএ/এমএস