কমেডিয়ান থেকে রাষ্ট্রনায়ক
টেলিভিশনের পর্দায় তাকে দেখা যেতো কমেডি প্রদর্শন করতে। যার মাধ্যমে মানুষকে হাসাতেন, আনন্দ দিতেন। কখনো কল্পনাই করতে পারেন নাই একদিন কমেডিয়ান থেকে তিনি রাষ্ট্রপতি হবেন। বলা হচ্ছে গুয়াতেমালার কমেডি অভিনেতা জিমি মোরালেসের কথা।
মোরালেসের জনপ্রিয়তা এতোটাই তুঙ্গে যে মূলধারার রাজনীতিকদের পেছনে ফেলে রোববার দেশটির রাষ্ট্রপতি নির্বাচনে ৭২ শতাংশ ভোট পেয়েছেন তিনি। খবর বিবিসি ও দ্য গার্ডিয়ান।
প্রেসিডেন্ট নির্বাচনে দ্বিতীয় দফা ভোটে সাবেক কমেডি অভিনেতা জিমি মোরালেস জয়ী হয়েছেন। গুয়েতামালার সাবেক ফার্স্ট লেডি সান্দ্রা টরেসের বিরুদ্ধে নির্বাচনে অংশ নিয়ে তিনি ৭২ শতাংশ ভোট পেয়েছেন। সান্দ্রা টরেসকে দেশটির একজন অজনপ্রিয় এলিট রাজনীতিবিদ হিসেবে দেখা হয়।
ব্রিটিশ দৈনিক গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়েছে, ভোট গণনার পর টরেস বলেন, গুয়াতেমালা মারাত্মক সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে, এই সময়ে জনগণ তাদের পছন্দের প্রার্থীকে বেছে নিয়েছেন, আমরা এটিকে শ্রদ্ধা করি।
এর আগে, গত ৬ সেপ্টম্বর দেশটিতে প্রথম দফা রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে টরেস এবং মোরালেস সবচেয়ে বেশি ভোট পান। এরপর রোববার গুয়াতেমালায় দ্বিতীয় দফা ভোটে সাবেক কমেডি অভিনেতা জিমি মোরালেস রাষ্ট্রপতি নির্বাচিত হলেন।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সব ভোট গণনার আগেই টরেস পরাজয় মেনে নিয়েছেন। তবে তার পরাজয় মেনে নেয়ার আগেই মোরালেস ভোটে অনেক ব্যবধানে এগিয়ে যান। দুর্নীতির অভিযোগ মাথায় নিয়ে দেশটির প্রেসিডেন্ট ওত্তো পিরেজ মলিনার পদত্যাগ ও গ্রেফতারের একমাস পর নির্বাচন অনুষ্ঠিত হলো।
যদিও সাবেক এই রাষ্ট্রপতি তার বিরুদ্ধে আনা দুর্নীতির অভিযোগ অস্বীকার করেছেন। প্যারেজের দুর্নীতির প্রতিবাদে নির্বাচনে একজন কমেডিয়ানের ব্যাপক জনসমর্থন লাভের মাধ্যমে দেশের নতুন যাত্রা শুরু হলো বলে মন্তব্য করেছেন অনেকেই।
ভোট গণনার পর জিমি মোরালেস বলেন, দুর্নীতির বিরুদ্ধে লড়াই করার জন্য প্রেসিডেন্ট হিসাবে আমি গুয়াতেমালার জনগণের ম্যান্ডেট পেয়েছি। ঈশ্বর আমাদের সহায় এবং সবাইকে ধন্যবাদ।
এসআইএস/পিআর
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ প্লেনে যান্ত্রিক ত্রুটি, ঝাড়খণ্ডে আটকে গেলেন মোদী
- ২ ১০ মিলিয়ন ডলার মূল্যের পুরাকীর্তি ভারতকে ফিরিয়ে দিলো যুক্তরাষ্ট্র
- ৩ প্রেসিডেন্ট নির্বাচনের পর পার্লামেন্ট নির্বাচনেও জয় পেলো দিশানায়েকের জোট
- ৪ বাংলাদেশে সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে ভারতের কিছু বলার দরকার নেই
- ৫ মার্কিন গোয়েন্দাপ্রধান হতে যাওয়া কে এই তুলসী গ্যাবার্ড?