ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ইংল্যান্ডে ফের খুলল পাব রেস্টুরেন্ট সিনেমা হল

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৩:১৭ পিএম, ০৪ জুলাই ২০২০

করোনাভাইরাস মহামারির কারণে টানা তিনমাস বন্ধ থাকার পরে ইংল্যান্ডে ফের খুলে দেয়া হয়েছে পাব, রেস্টুরেন্ট, সেলুন ও সিনেমা হলগুলো। শনিবার থেকে চালু হওয়া এসব ব্যবসাপ্রতিষ্ঠানে অবশ্যই কড়া স্বাস্থ্য সতর্কতা মেনে চলার নির্দেশ দিয়েছে প্রশাসন।

পাব-রেস্টেুরেন্টের পাশাপাশি ইংল্যান্ডে খুলে দেয়া হয়েছে জিম, খেলার মাঠসহ অন্যান্য উন্মুক্ত জায়গাগুলোও। দরজা খুলেছে লাইব্রেরি, কমিউনিটি সেন্টার, বিঙ্গো হল, যাদুঘর, গ্যালারিগুলোর। বিভিন্ন থিম পার্ক, স্কেটিং রিঙ্কস, ক্লাবের মতো বিনোদেনকেন্দ্রগুলোও খুলে দেয়া হয়েছে।

এখন থেকে মসজিদ-চার্চের মতো উপাসনালয়গুলোতে আবারও প্রার্থনা করতে যেতে পারবেন ধর্মপ্রাণ মানুষেরা। সর্বোচ্চ ৩০ জন সমবেত হওয়ার শর্তে আয়োজন করা যাবে বিয়ের অনুষ্ঠানও।

uk-2.jpg

লকডাউন শিথিলের পরে ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন জনগণকে দায়িত্বশীল আচরণের অনুরোধ জানিয়েছেন।

তবে নিয়মভঙ্গ করলে কড়া শাস্তির হুঁশিয়ারি দিয়েছেন ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক। তিনি বলেছেন, মানুষজন পাবে গিয়ে মজা করতে পারবে, কিন্তু নিয়ম ভাঙলে শেষপর্যন্ত জেলও খাটতে হতে পারে।

যুক্তরাজ্যের সর্বশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, সেখানে গত ২৪ ঘণ্টায় করোনায় আরও ১৩৭ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে সেখানে মোট প্রাণহানির সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ হাজার ১৩১ জন। দেশটিতে এ পর্যন্ত ২ লাখ ৮৪ হাজারের বেশি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

সূত্র: বিবিসি

কেএএ/এমএস