ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

আফ্রিকার পর্যটন শিল্পে বড় বিপর্যয়ের আশঙ্কা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৮:৫৭ এএম, ০৩ জুলাই ২০২০

করোনাভাইরাসের কারণে যে মহামারি পরিস্থিতি তৈরি হয়েছে তাতে আফ্রিকার দেশগুলোর পর্যটন খাতে প্রায় সাড়ে পাঁচ হাজার কোটি ডলার লোকসান হবে বলে আশঙ্কা করা হচ্ছে।

আফ্রিকান ইউনিয়নের শীর্ষ কমিশনার আমানি আবু-জেইদ বিবিসিকে জানিয়েছেন, পর্যটন খাতের আয় পুরো মহাদেশের মোট দেশজ উৎপাদনের ১০ শতাংশ এবং লাখ লাখ মানুষ এই খাতের ওপর নির্ভরশীল।

করোনাভাইরাস মহামারি এভাবেই চলতে থাকলে আফ্রিকার কয়েকটি এয়ারলাইন্স বন্ধ হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

গত মার্চ মাসে বিশ্ব পর্যটন সংস্থা জানিয়েছিল, এই মহামারিতে পর্যটন শিল্পে পাঁচ কোটি লোকের চাকরি ঝুঁকির মুখে পড়তে পারে।

এর মধ্যেই বিশ্বের বেশ কয়েকটি এয়ারলাইন্স চাকরি ছাঁটায়ের ঘোষণা করেছে। কয়েকটি এয়ারলাইন্স দেউলিয়াও হয়ে গেছে।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রাণঘাতী করোনার উপস্থিতি ধরা পড়ে। এখনও পর্যন্ত এই মহামারিতে বিপর্যস্ত সারাবিশ্ব।

করোনা মহামারির কারণে বিশ্বজুড়ে অর্থনীতিতে ধস নেমেছে। বহু মানুষ এর মধ্যেই চাকরি হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে। অনেক ব্যবসা-প্রতিষ্ঠান তাদের কার্যক্রম গুটিয়ে নিতে বাধ্য হয়েছে।

এর মধ্যেই বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছে ১ কোটি ৯৮ লাখ ৪ হাজার ৭৩৭ জন। অপরদিকে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ৫ লাখ ২৪ হাজার ৩৬ জন। এছাড়া সুস্থ হয়ে উঠেছে ৬১ লাখ ৪০ হাজার ৬৪৯ জন।

টিটিএন/এমএস