ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ব্যাংকে সোনার গয়না জমা রাখলেই মিলবে সুদ

প্রকাশিত: ১২:১৮ পিএম, ২৫ অক্টোবর ২০১৫

ঘরে ঘরে যেসব সোনার অলঙ্কার রক্ষিত আছে অচিরেই তা ব্যাংকে রেখে সুদ উপার্জন করার জন্য একটি প্রকল্প চালু করতে যাচ্ছে ভারত সরকার। রোববার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জাতির উদ্দেশে দেয়া মাসিক রেডিও ভাষণে এ কথা বলেছেন।

ভাষণে মোদি বলেন, আগামী মাসে দীপাবলী উৎসবের আগে যে ধনতেরাসের সময় স্বর্ণ কেনাটা শুভ বলে মানা হয়, সে সময়ই ভারতে এই অভিনব প্রকল্প চালু হবে। এই প্রকল্পের অধীনে ব্যাংকের গ্রাহকরা তাদের বাড়িতে পড়ে থাকা অলস স্বর্ণ ব্যাংকে জমা রাখতে পারবেন এবং এর বিনিময়ে সেই আমানতের ওপর সুদ পাবেন।

তবে জমা রাখা স্বর্ণের ন্যূনতম পরিমাণ হতে হবে অন্তত ৩০ গ্রাম, যার ফাইননেস হতে হবে ৯৯৫। এই স্বর্ণ মুদ্রা, অলঙ্কার, গোল্ডবার বা গোল্ড বিস্কুট যে কোনো আকারেই হতে পারে। এই প্রকল্পের অধীনে কেউ ইচ্ছে মতো পরিমাণ স্বর্ণ ব্যাংকে জমা রাখতে পারেন এর কোনো ঊর্ধ্বসীমা নেই বলে তিনি জানিয়েছেন।

ধারণা করা হচ্ছে, ভারতে কোটি কোটি পরিবার ও বিভিন্ন প্রতিষ্ঠান মিলিয়ে বিশ হাজার টনেরও বেশি স্বর্ণ মজুত আছে। কিন্তু এই বিপুল পরিমাণ স্বর্ণের প্রায় পুরোটাই অলস পড়ে আছে, কোনো কাজে লাগছে না। অথচ বিপুল চাহিদার কারণে ভারতকে প্রতি বছরই শত শত কোটি ডলার মূল্যের স্বর্ণ আমদানি করতে হয়।

প্রধানমন্ত্রী মোদি রোববার এই প্রকল্পের উদ্দেশ্য ব্যাখ্যা করে বলেন, স্বর্ণকে একটা মৃত সম্পদ থেকে প্রাণবন্ত শক্তিতে রূপান্তরিত করা সম্ভব। আমরা ঠিক সেটাই করতে চাইছি, আর সে কাজে আপনাদের সমর্থন চাইছি। এই প্রকল্পে গ্রাহকরা নির্দিষ্ট মেয়াদের জন্য স্বর্ণ ব্যাংকে জমা রাখতে পারবেন।

মেয়াদের শেষে স্বর্ণের তখনকার বাজারদর অনুযায়ী আসল ও সুদের পরিমাণ স্থির করা হবে। আমানতকারী চাইলে তার আসল ও সুদ স্বর্ণের আকারে ফেরত পাবেন, অথবা সমপরিমাণ অর্থও তিনি নিতে পারবেন। গত মাসেই ভারতের কেন্দ্রীয় মন্ত্রিসভা এই প্রকল্পে অনুমোদন দিয়েছে।

এসআইএস/আরআইপি