সৌদি প্রিন্স বন্দর বিন সাদের মৃত্যু
সৌদি আরবের প্রিন্স বন্দর বিন সাদ বিন মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সৌদ বিন ফয়সাল আল সৌদ মারা গেছেন। সোমবার সৌদি এই প্রিন্স মারা গেছেন বলে রয়্যাল কোর্টের এক বিবৃতিতে নিশ্চিত করা হয়েছে।
আরব নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রিন্স বন্দর বিন সাদের মৃত্যু ঘোষণা করেছে সৌদি আরব। তবে তিনি কীভাবে মারা গেছেন সেবিষয়ে বিস্তারিত কোনও তথ্য জানানো হয়নি।
সৌদি রয়্যাল কোর্টের এক বিবৃতিতে বলা হয়েছে, প্রিন্স বন্দর বিন সাদ বিন মোহাম্মদ বিন আব্দুল আজিজ বিন সৌদ বিন ফয়সাল আল সৌদ আর নেই। রাজধানী রিয়াদে সোমবার আরও পরের দিকে তার জানাজা অনুষ্ঠিত হবে।
কিছুদিন আগে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যমে সৌদি রাজপরিবারের এক ডজনেরও বেশি সদস্যের করোনায় আক্রান্ত হওয়ার খবর এসেছিল। সৌদি এই প্রিন্স করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন সেবিষয়ে দেশটির গণমাধ্যমেও কোনও তথ্য দেয়া হয়নি।
এসআইএস/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ শেখ হাসিনার প্রত্যর্পণের চিঠি গ্রহণ করেছে ভারত
- ২ তসলিমা নাসরিনের ‘লজ্জা’ অবলম্বনে নির্মিত নাটকে মমতার নিষেধাজ্ঞা
- ৩ ট্রাম্পের এআই উপদেষ্টা হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত শ্রীরাম কৃষ্ণান
- ৪ বাংলাদেশের জন্য উৎপাদিত বিদ্যুৎ অন্য প্রতিবেশী দেশে বেচতে চায় আদানি
- ৫ নিউইয়র্কে পাতাল ট্রেনে নারীর গায়ে আগুন ধরিয়ে হত্যা