ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ট্যাংক চাপায় সেনাসদস্যকে হত্যা করলো আইএস (ভিডিও)

প্রকাশিত: ১০:৩৫ এএম, ২৫ অক্টোবর ২০১৫

সিরিয়ার বিমানবাহিনীর এক সদস্যকে ট্যাংক চাপা দিয়ে হত্যা করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। জঙ্গিদের হাতে বন্দী থাকা ওই সেনাসদস্যকে হোমস প্রদেশে ট্যাংক চাপা দিয়ে হত্যা করা হয়েছে। এ হত্যাকাণ্ডের একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এ জঙ্গি গোষ্ঠীটি। খবর প্রেস টিভির।

সিরিয়ার বিমান বাহিনীর গোয়েন্দা বিভাগের কর্মরতা ফাদি আমর আয-যাইদান আইএস জঙ্গিদের হাতে ধরা পড়েছিলেন। দেশটির পশ্চিমাঞ্চলীয় লাতাকিয়া প্রদেশের জাবলেহ এলাকার সিয়ান গ্রামের বাসিন্দা ছিলেন ১৯ বছর বয়সি ফাদি। পরে তাকে হত্যার একটি ভিডিও প্রকাশ করেছে আইএস।

ভিডিওতে দেখা যাচ্ছে, দায়েশের বহুল ব্যবহৃত কমলা রঙের পোশাক পরিহিত অবস্থায় বন্দী যাইদানকে হাত পা বেঁধে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এরপর একটি ভারী ট্যাংক তার উপর চালিয়ে দিয়ে তাকে পিষে ফেলা হচ্ছে।

এর আগে, শনিবার  ‍যুক্তরাজ্যভিত্তিক মানবাধিকার সংগঠন সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানিয়েছিল, আইএসের হাতে বন্দী সিরিয়ার সরকারি সেনাদের ট্যাংকের নিচে চাপা দিয়ে হত্যা করা হবে এমন তথ্য তারা আগেই পেয়েছিলেন।



এসআইএস/আরআইপি