ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

মহামারির তীব্রতায় যুক্তরাষ্ট্রের ২ অঙ্গরাজ্যে ফের কড়াকড়ি

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৯:২১ এএম, ২৮ জুন ২০২০

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস মহামারির তীব্রতা বাড়তে থাকায় ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে দুইটি অঙ্গরাজ্যে। কয়েক সপ্তাহ আগেই দেশটিতে লকডাউন তুলে নিয়ে অর্থনৈতিক কার্যক্রমের গতি ফেরানো শুরু হয়েছিল। কিন্তু কিছুদিন ধরে রেকর্ড সংখ্যক সংক্রমণের কারণে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে ফ্লোরিডা ও টেক্সাসে।

গত শনিবার নতুন করে ৯ হাজার ৫৮৫ জন আক্রান্তের রেকর্ড গড়েছে ফ্লোরিডা। প্রায় সপ্তাহ দুয়েক ধরেই প্রতিদিন দৈনিক আক্রান্তের সংখ্যার রেকর্ড গড়ছে তারা। অঙ্গরাজ্যটিতে এ পর্যন্ত মোট ১ লাখ ৩২ হাজারের বেশি রোগী শনাক্ত হয়েছে, মারা গেছে ৩ হাজার ৩০০ জনেরও বেশি।

সংক্রমণ বাড়তে থাকায় গত সপ্তাহে টেক্সাস, ফ্লোরিডা ও অ্যারিজোনায় ব্যবসা-বাণিজ্য পুরোদমে চালুর সিদ্ধান্ত স্থগিত করা হয়েছিল। শুক্রবার ফ্লোরিডার গভর্নর রন ডেসান্তিস অঙ্গরাজ্যটিতে নতুন বিধিনিষেধ আরোপ করেছেন। সেখানকার বারগুলোতে ক্রেতাদের অ্যালকোহল পান নিষিদ্ধ করা হয়েছে।

us-1

টেক্সাসেও অনেকটা একই অবস্থা। সপ্তাহখানেক ধরে মার্কিন এ অঙ্গরাজ্যটিতে হু হু করে বাড়ছে করোনার সংক্রমণ। এ কারণে গভর্নর গ্রেগ অ্যাবোট সেখানকার সব বার বন্ধ এবং ৫০ শতাংশ ধারণক্ষমতায় রেস্টুরেন্ট খোলা রাখার নির্দেশ দিয়েছেন।

টেক্সাসের গ্যালেনা পার্ক শহরে রাতভর কারফিউ জারি করেছেন সেখানকার মেয়র। যেকোনও মুহূর্তে শহরটির হাসপাতালগুলোর ধারণক্ষমতা পূরণ হয়ে যাওয়ার আশঙ্কার কথাও জানিয়েছেন তিনি।

সূত্র: বিবিসি

কেএএ/পিআর