ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

গাজায় ইসরায়েলের বিমান হামলা

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:৩৯ পিএম, ২৭ জুন ২০২০

ফিলিস্তিনের দক্ষিণাঞ্চলীয় গাজা উপত্যকায় বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। শুক্রবার হামাসের অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে বলে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে নিশ্চিত করেছে।

গাজা উপত্যকা থেকে ইসরায়েলের দক্ষিণাঞ্চলে রকেট হামলার কয়েক ঘণ্টার মাথায় ইসরায়েলি বাহিনী ওই হামলা চালিয়েছে।

ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর (আইডিএফ) এক বিবৃতিতে জানানো হয়েছে যে, গাজার রকেট উৎপাদনকারী একটি ওয়ার্কশপ এবং অস্ত্র তৈরীর কারখানা লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়েছে।

তবে গাজা উপত্যকা থেকে ক্ষয়ক্ষতি বা হতাহতের বিষয়ে তাৎক্ষণিক কোনো খবর পাওয়া যায়নি। এদিকে ইসরায়েলি আইডিএফ-এর বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলে যে কোনো ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ড গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়।

ইসরায়েলি জনগণের সুরক্ষা নিশ্চিতে সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানানো হয়েছে।

চলতি সপ্তাহের শুরুতেই হামাস সতর্ক করেছে যে, তারা ইসরায়েলের পদক্ষেপের প্রতি সহিংস প্রতিক্রিয়া জানাবে এবং এটিকে যুদ্ধের ঘোষণা বলে অভিহিত করা হয়।

এর জবাবে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী বেনি গানতজ হামাসকে সতর্ক করে বলেছেন, যে কোনও আগ্রাসনের জন্য তাদেরকেই সবার আগে পরিণতি ভোগ করতে হবে।

সূত্র: শিনহুয়ানেট

টিটিএন/এমকেএইচ