ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

সৌদিতে কমছে আক্রান্তের হার, একদিনে মৃত ৪১

ক ম জামাল উদ্দীন | প্রকাশিত: ০৫:০৪ এএম, ২৬ জুন ২০২০

সৌদি আরবে গত ২৪ ঘণ্টায় আরও তিন হাজার ৩৭২ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক লাখ ৭০ হাজার ৬৩৯ জনে। ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪১ জন। দেশটিতে এ নিয়ে মোট মারা গেলেন এক হাজার ৪২৮ জন।

তবে ২৪ ঘণ্টায় আক্রান্তের চেয়ে সুস্থতার হার বেশি। সৌদিতে একদিনে সুস্থ হয়েছেন পাঁচ হাজার ৮৫ জন। মোট সুস্থ এক লাখ ১৭ হাজার ৮৮২ জন।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্রে জানা যায়, দেশটিতে গত কয়েকদিনে দৈনিক চার হাজারের ওপর আক্রান্ত হলেও এখন আক্রান্তের সংখ্যা কমে আসছে।

জানা যায়, দেশটিতে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চিকিৎসাধীন অবস্থায় আছেন ৫১ হাজার ৩২৫ জন। এদের মধ্যে দুই হাজার ২০৬ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহরে প্রাণঘাতী এই ভাইরাস প্রথম শনাক্ত হয়। বর্তমানে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়েছে এই ভাইরাসটি। এ পর্যন্ত প্রায় ৯৭ লাখ মানুষ এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। প্রাণ হারিয়েছেন প্রায় চার লাখ ৯০ হাজার জন।

বিএ