নিরাপত্তা পরিষদে সংস্কার দাবি ভারতের
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের সংস্কারের দাবি পুর্নব্যক্ত করেছে ভারত। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলিকে নিয়ে গঠিত সংস্থা বর্তমান বিশ্ব প্রেক্ষিতে সমসাময়িক সমস্যাগুলো মোকাবেলায় বারবার ব্যর্থতার পরিচয় দিয়েছে। আর অবিলম্বে নিরাপত্তা পরিষদে সংস্কার দাবি ভারতের সই প্রেক্ষিতেই নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন বলে মনে করছে ভারত। বিশেষ করে মধ্যপ্রাচ্যে আইএসআইএস জঙ্গিদের দৌরাত্ম্য সামলাতে নিরাপত্তা পরিষদের ব্যর্থতা নিয়েই সরব ভারত।
জাতিসংঘের ৭০ তম প্রতিষ্ঠা দিবসে জাতিসংঘের সাধারণ সভায় অবিলম্বে নিরাপত্তা পরিষদে সংস্কারের দাবি জানালেন ভারতেরপক্ষে সাংসদ মঙ্কুশ মাণ্ডভিয়া।
তিনি জানান, বিশ্বশান্তি ও সুরক্ষার স্বার্থে অবিলম্বে এই সংস্থার সংস্কার প্রয়োজন। মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা, ইউরোপের নানা সমস্যা ও আইএসআইএসের উত্থানের মতো ঘটনা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে উদ্বাস্তু সমস্যাকে বাড়িয়ে তুলেছে, সন্ত্রাসের বাতাবর তৈরি করেছে।
এছাড়াও সাইবার অপরাধ, বিচ্ছিন্নতাবাদ ইত্যাদি সমস্যা সারা বিশ্বে জেঁকে বসেছে। ফলে অবিলম্বে নিরাপত্তা পরিষদে সংস্কার প্রয়োজন বলে জানিয়েছে ভারত।
আরএস/পিআর