মার্চের পর নেদারল্যান্ডসে প্রথম মৃত্যুবিহীন দিন
চীনের পর ইউরোপ হয়ে উঠেছিল করোনা সংক্রমণের কেন্দ্র। আর অঞ্চলটির যে কয়েকটি দেশ মহামারি এই ভাইরাসের প্রকোপে বিপর্যস্ত হয়ে পড়েছিল এর মধ্যে অন্যতম ছিল নেদারল্যান্ডস। কিন্তু গত ২৪ ঘণ্টায় নেদারল্যান্ডসে নতুন করে কোনো কোভিড-১৯ রোগী মারা যায়নি। মার্চের পর এমন ঘটনা ঘটেনি দেশটিতে।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স ডাচ কর্তৃপক্ষের বরাতে সোমবারের এক প্রতিবেদনে এ খবর জানানো হয়েছে। তাতে দেশটির স্বাস্থ্য কর্মকর্তাদের বরাতে জানানো হয়েছে, গত একদিনে নতুন করে কেউ মারা না গেলেও দেশটিতে আরও ৬৯ জন করোনা পজিটিভ হিসেবে শানাক্ত হয়েছে।
নেদরাল্যান্ডস সরকারের দেওয়া হিসাব অনুযায়ী, প্রাদুর্ভাব শুরুর পর দেশে এখন পর্যন্ত মহামারি নভেল করোনাভাইরাস সংক্রমিত কোভিড-১৯ রোগে আক্রান্ত হিসেবে শনাক্তের সংখ্যা ৪৯ হাজার ৬৫৮ জন। আক্রান্তদের মধ্যে ৬ হাজার ৯০ জন মারা গেছে। মৃত্যুহারে অন্যান্য দেশের তুলনায় যা অনেক বেশি।
দেশটির ন্যাশনাল ইনস্টিটিউট ফর পাবলিক হেলথ (আরআইভিএম) তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘গত একদিনে নতুন করে কোনো মৃত্যু হয়নি।’ সাম্প্রতিক দিনগুলোতে নেদারল্যান্ডসে করোনার সংক্রমণ কমেছে। লকডাউন বিধিনিষেধ শিথিল হয়েছে। সবকিছু স্বাভাবিক হতে শুরু করেছে। সচল হয়েছে ব্যবসা কেন্দ্র।
এসএ