ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতে এক সরকারি আশ্রয় কেন্দ্রের ৫৭ কিশোরী করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০২:০১ এএম, ২২ জুন ২০২০

ভারতের উত্তরপ্রদেশ রাজ্যের কানপুর শহরে অবস্থিত সরকার পরিচালিত এক ‘শেল্টার হোমের’ ৫৭ জন কিশোরী কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন। গত এক সপ্তাহের মধ্যে তাদের শরীরে ভাইরাসটির উপস্থিতি শনাক্ত হওয়ায় প্রতিষ্ঠানটি এখন করোনায় বিপর্যস্ত কানপুরের বড় ক্লাস্টারের রুপ নিয়েছে।

ভারতীয় টেলিভিশন এনডিটিভি এক অনলাইন প্রতিবেদনে এই খবর জানিয়ে বলেছে, আক্রান্ত হিসেবে শনাক্ত ওই ৫৭ কিশোরীর সবাইকে কোভড-১৯ বিশেসায়িত হাসপাতালে ভর্তি করা হয়েছে। আর যারা আক্রান্ত হয়নি তাদের কোয়ারেন্টাইন করে সিল করে দেওয়া হয়েছে পুরো শেল্টার হোম।

তবে এ নিয়ে বিতর্কও তৈরি হয়েছিল। স্থানীয় গণমাধ্যমেগুলোর প্রতিবেদনে বলা হয়, আক্রান্ত হিসেবে শনাক্ত কিশোরীদের মধ্যে অন্তত দুজন মেডিকেল পরীক্ষায় অন্তঃসত্ত্বা হিসেবেও শনাক্ত হয়েছেন। ফলে শেল্টার হোমের কর্মীদের নিয়ে প্রশ্ন উঠেছে, কেননা এসব কিশোরীর সুরক্ষা নিশ্চিত করাই তাদের দায়িত্ব।

কানপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট রোববার রাতে এর ব্যাখ্যা দিয়ে বলেছেন, পজিটিভ হিসেবে শনাক্তদের পাঁচজন অন্তঃসত্ত্বা হিসেবে চিহ্নিত হলেও গত বছরের ডিসেম্বরে শেল্টার হোমে আসার আগেই তাদের গর্ভধারণের ঘটনা ঘটেছে। তবে তার এমন ব্যাখ্যায় সন্তুষ্ট হতে পারেননি অনেকে।

উত্তরপ্রদেশ রাজ্য মহিলা কমিশনের সদস্য পুনম কাপুর গণমাধ্যমকে জানিয়েছেন, সম্ভবত শেল্টার হোমের কর্মীরা দুজন কিশোরীকে সঙ্গে নিয়ে কানপুরে একটি হাসপাতালে ঘুরে আসার পর হয়তো কোভিড-১৯ রোগীদের সংস্পর্শে এসেছিলেন। সেখান থেকেই ভাইরাসটির সংক্রমণ ছড়িয়েছে।

উত্তরপ্রদেশে এখন পর্যন্ত প্রায় ১৭ হাজার করোনা সংক্রমিত মানুষ শনাক্ত হয়েছেন। আক্রান্তদের মধ্যে গোটা রাজ্যে শীর্ষে রয়েছে কানপুর। রাজ্যটিতে ১৭ হাজারের বেশি আক্রান্তের ৫০৭ জন ইতোমধ্যে মারা গেছে। এদিকে গোটা ভারতে একদিনে রেকর্ড ১৫ হাজারের বেশি শনাক্ত হওয়ার পর আক্রান্ত ৪ লাখ ছাড়িয়েছে।

এসএ