ভারতীয় সৈন্যদের এত নিষ্ঠুরভাবে মেরেছে চীন!
লাদাখ সীমান্তে ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের পিটিয়ে হত্যার রোমহর্ষক কিছু ছবি প্রকাশিত হয়েছে। দ্য ইস্টার্নলিঙ্ক নামের ভারতীয় একটি গণমাধ্যম দেশটির সেনাবাহিনীর কাছ থেকে এসব ছবি পেয়েছে বলে দাবি করে প্রকাশ করেছে।
ইস্টার্নলিঙ্ক বলছে, গত ১৫ জুন লাদাখে চীনা সেনাবাহিনীর সঙ্গে সংঘর্ষে নিহত ভারতীয় সৈন্যদের বেশ কিছু ছবি সেনা সূত্রে পাওয়া গেছে।
ওই দিনের সংঘর্ষে চীনের অন্তত ৪৪ সৈন্য নিহত হয়েছে বলে ভারতীয় এই সংবাদমাধ্যমটি দাবি করেছে। তবে চীনা সৈন্যদের হতাহতের কোনও ছবি সংগ্রহ না করতে পারার কথা জানিয়েছে ইস্টার্নলিঙ্ক।
হিমালয় অঞ্চলের বিতর্কিত সীমান্তে প্রতিবেশি ভারতীয় সামরিক বাহিনীর সঙ্গে চীনা সৈন্যদের রক্তক্ষয়ী সংঘর্ষের ব্যাপারে শনিবার প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে মন্তব্য করে বেইজিং। এই মন্তব্যে ভারতীয় সৈন্যদের বিরুদ্ধে ইচ্ছাকৃতভাবে উস্কানি দেয়ার অভিযোগ এনেছে দেশটি।
চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিজিাংন ঝ্যাও বলেছেন, ভারতীয় সৈন্যরা সীমান্ত অতিক্রম করে চীনা ভূখণ্ডে ঢুকে আক্রমণ চালায়। এতে দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ভয়াবহ শারীরিক সংঘাত শুরু হয়।
ঝ্যাও বলেন, সংঘর্ষের ঘটনাটি এমন এক সময় ঘটল যখন দুই দেশের মাঝে উত্তেজনা কমিয়ে আনা হয়েছিল।
তিনি বলেন, গালওয়ান উপত্যকার পরিস্থিতি শান্ত থাকা সত্ত্বেও গত ১৫ জুন ভারতীয় সৈন্যরা আবার প্রকৃত নিয়ন্ত্রণ রেখা অতিক্রম করে চীনা ভূখণ্ডে প্রবেশ করে ইচ্ছাকৃতভাবে উসকানি দিতে থাকে। ভারতের সম্মুখসারির সৈন্যরা চীনা কর্মকর্তা এবং সৈন্যদের ওপর সহিংস আক্রমণ চালায়।
চীনা এই কর্মকর্তা বলেন, যদিও চীনা সৈন্যরা সেখানে গিয়েছিলেন ভারতীয় সৈন্যদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য। কিন্তু ভারতীয় সৈন্যদের সহিংস আক্রমণ শারীরিক সংঘাতে রূপ নিলে সেখানে হতাহতের ঘটনা ঘটে।
ঝ্যাও বলেন, গত এপ্রিল থেকে গালওয়ান উপত্যকার প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় সড়ক, সেতু এবং অন্যান্য স্থাপনা নির্মাণ করছে ভারত।
এসআইএস/এমকেএইচ
সর্বশেষ - আন্তর্জাতিক
- ১ রাশিয়ার পক্ষে ছিলেন ম্যারকেল, করেছিলেন ন্যাটোতে ইউক্রেনের বিরোধিতাও
- ২ সংক্ষিপ্ত বিশ্ব সংবাদ: ২৫ নভেম্বর ২০২৪
- ৩ তুরস্কে গুলি চালিয়ে ৭ জনকে হত্যার পর হামলাকারীর আত্মহত্যা
- ৪ কলকাতা পুলিশের বিরুদ্ধে হয়রানির অভিযোগ বাংলাদেশি পর্যটকদের
- ৫ যুক্তরাষ্ট্রের সমন জারির পর এবার ভারতের আদালতে আদানির বিরুদ্ধে মামলা