ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

শক্তিশালী হারিকেন `প্যাট্রিসিয়া` আঘাত হেনেছে মেক্সিকোতে

প্রকাশিত: ০৩:৪২ এএম, ২৪ অক্টোবর ২০১৫

মেক্সিকো উপকূলে আঘাত হেনেছে শক্তিশালী হারিকেন `প্যাট্রিসিয়া`। হারিকেনের প্রভাবে দেশটির পশ্চিমাঞ্চলে জালিস্কো প্রদেশে ভূমিধসের ঘটনাও ঘটেছে। খবর-বিবিসির।

খবরে জানানো হয়, হারিকেন প্যাট্রিসিয়ার গতিবেগ ঘণ্টায় ৩০০ কিলোমিটার। বলা হচ্ছে এটি পশ্চিম গোলার্ধের সবচেয়ে শক্তিশালী ঘূর্ণিঝড়। তীব্রতার দিকে থেকে হারিকেনটিকে নির্ধারণ করা হয়েছে ক্যাটাগরি ফাইভ-এ।

বিশ্ব আবহাওয়া সংস্থার মুখপাত্র ক্লেয়ার নালিস বলছেন, এই ঘূর্ণিঝড়ের বাতাসের গতি এতটাই তীব্র যে তা একটি বিমানকে আকাশে তুলে উড়ন্ত অবস্থায় রেখে দিতে পারে।

যুক্তরাষ্ট্রের হারিকেন সেন্টার বলছে, প্যাট্রিসিয়া খুবই ভয়ংকর এবং পূর্ব প্রশান্ত মহাসাগর বা আটলান্টিকে এরকম তীব্র মাত্রার ঘূর্ণিঝড়ের নজির আর নেই।

হারিকেন প্যাট্রিসিয়ার কবলে পড়তে পারে এমন তিনটি রাজ্যে এরই মধ্যে জরুরি অবস্থাও জারি করেছে মেক্সিকো কর্তৃপক্ষ এবং অরক্ষিত এলাকাগুলো থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে।

আরএস/আরআইপি