ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

ভারতের ২০ সেনা নিহতের সঙ্গে আহত হন আরও ৫৮ জন

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১২:০০ পিএম, ১৯ জুন ২০২০

গত সোমবার রাতে লাদাখ সীমান্তে চীনা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ভারতের ২০ সেনার মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন আরও ৫৮ জন। তারা সবাই হাসপাতালে চিকিৎসাধীন। তবে কারও অবস্থাই সঙ্কটাপন্ন নয়। বৃহস্পতিবার ভারতীয় সেনাবাহিনীর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যমগুলো।

জানা গেছে, আহতদের মধ্যে ১৮ জন সেনার চিকিৎসা চলছে লেহ শহরের একটি হাসপাতালে। আগামী দু’সপ্তাহের মধ্যেই তারা কাজে ফিরতে পারেন। অন্যান্য হাসপাতালে চিকিৎসাধীন বাকি সেনারা এক সপ্তাহের মধ্যেই কাজে যোগ দেয়ার কথা রয়েছে।

ভারতীয় সেনা সূত্র জানিয়েছে, কর্নেল সন্তোষ বাবুর নেতৃত্বে যে ২০ জনের দল সবার আগে ছিল, চীনাদের সঙ্গে সংঘর্ষে তারাই প্রাণ হারিয়েছেন।

india-2

ভারতীয় বাহিনীর দাবি, লোহার কাঁটা লাগানো রড নিয়ে তাদের ওপর হামলা চালায় চীনা সেনারা। চীন সরকার স্পষ্ট করে কিছু জানালেও ভারতের দাবি, সংঘর্ষে প্রতিপক্ষের অন্তত ৪৫ সেনা হতাহত হয়েছে।

এদিকে, সীমান্তের উত্তেজনা প্রশমনে কূটনৈতিক আলোচনা চললেও বিবাদ মেটার এখনও কোনও লক্ষণ দেখা যায়নি। বুধবারের পর বৃহস্পতিবারও বৈঠক হয়েছে দু’পক্ষের। তবে সীমান্তে উত্তেজনা রয়েছে আগের মতোই।

ভারতীয় সংবাদমাধ্যম জানিয়েছে, সীমান্তে সেনা বাড়াচ্ছে দু’পক্ষই। সতর্ক করা হয়েছে চীনের নিশানায় থাকা ভারতের বিমান ঘাঁটিগুলোকে। সীমান্ত সংলগ্ন ডেমচক এবং প্যাংগং লেকের আশপাশের গ্রামগুলো থেকে সরিয়ে নেয়া হচ্ছে লোকজন। বন্ধ টেলিফোন যোগাযোগ। সেনা সদস্যদের ছুটি বাতিল করা হয়েছে। আরও বেশি আধাসেনা মোতায়েন হচ্ছে লাদাখে। চীনের দিকেও সীমান্তবর্তী এলাকায় সাঁজোয়া যানের ভিড় বাড়ছে।

সূত্র: ইন্ডিয়া টাইমস

কেএএ/এমএস