ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

খরচ বাঁচাতে কর্মী ছাঁটাইয়ের পথে টাটা মোটরস

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০১:৫৯ এএম, ১৭ জুন ২০২০

করোনাভাইরাস ও লকডাউনের জেরে বিশ্বের বিভিন্ন নামিদামি কোম্পানি ও সংস্থা কর্মী ছাঁটাই করছে। এবার খরচ কমাতে কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটছে টাটা মোটরসও। টাটা মোটরসের জাগুয়ার ল্যান্ড রোভার-এ অস্থায়ী নিয়োগ দেয়া ১ হাজার ১০০ জন কর্মী ছাঁটাই করবে। মঙ্গলবার (১৬ জুন) ভারতীয় একটি সংবাদমাধ্যম এ তথ্য জানায়।

টাটা মোটরস এই লাক্সারি গাড়ির সেগমেন্টে ১২৬ কোটি মার্কিন ডলার খরচ কমানোর টার্গেট করেছে। তাই অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেয়া এই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি।

সংস্থার আশা, ২০২১ সালের মার্চের মধ্যে তারা ৫০০ কোটি পাউন্ড খরচ বাঁচাতে পারবে জাগুয়ার ল্যান্ড রোভার ইউনিটে। টাটা মোটরসের সিএফও পিবি বালাজি জানিয়েছেন, ইতোমধ্যেই তারা ৩৫০ কোটি পাউন্ড বাঁচাতে পেরেছেন।

জাগুয়ার ল্যান্ড রোভার ইউনিটে মূলধনী খরচও কমিয়েছে টাটা মোটরস। আগে বছরে ৩০০ কোটি পাউন্ড খরচ করত মূলধনী খরচ বাবদ। এবার তা কমিয়ে ২৫০ কোটি পাউন্ড করা হয়েছে। প্রসঙ্গত, চতুর্থ ত্রৈমাসিকেও ক্ষতির মুখে সংস্থাটি।

সোমবার (১৪ জুন) চতুর্থ ত্রৈমাসিকের আর্থিক ফলাফল প্রকাশ করেছে টাটা মোটরস। তাতে দেখা যাচ্ছে, ৯ হাজার ৮৯৪ কোটি টাকা লোকসান হয়েছে কোম্পানিটির। করোনাভাইরাসের জেরে জাগুয়ার ল্যান্ড রোভারসহ কোম্পানিটির সব গাড়িরই বিক্রি ব্যাপকহারে কমেছে।

এমএফ