ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

লকডাউন শিথিল, বেশিরভাগ ব্যবসা চালু হচ্ছে সিঙ্গাপুরে

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ১০:৫৪ পিএম, ১৫ জুন ২০২০

করোনার প্রকোপ এক সময় ব্যাপক আকার ধারণ করলে বর্তমানে সংক্রমণ কমে আসায় লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ আরও শিথিল করছে সিঙ্গাপুর। ফলে শুক্রবার থেকে নগররাষ্ট্রটির বেশিরভাগ ব্যবসা কেন্দ্র ফের খুলে যাবে, সচল হবে অধিক ব্যবসায়িক কার্যক্রম।

গত দুই সপ্তাহ ধরে ভাইরাসটির সংক্রমণ কমতে থাকায় বিধিনিষেধ শিথিলের এমন পদক্ষেপ বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা। তবে ভাইরাসটির বিস্তার ছড়ানোর শঙ্কা সবচেয়ে বেশি এমন স্থান, যেমন- সিনেমা হল, বার ও নাইটক্লাবগুলো আপাতত বন্ধই থাকছে।

সিঙ্গাপুরের কোভিড-১৯ প্রতিরোধের নেতৃত্বদানকারীদের অন্যতম ও দেশটির মন্ত্রিসভার সদস্য লরেন্স ওং বলেছেন, আগামী শুক্রবার থেকে ‘বিশাল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান’ খুলে যাবে। তবে এসব ব্যবসা কেন্দ্র ততক্ষণ পর্যন্ত খোলা থাকতে পারবে যতক্ষণ নিরাপদ দূরত্বের নিয়মগুলো ঠিকমতো কার্যকর হবে।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদন জানানো হয়েছে, সিঙ্গাপুর সরকারের ঘোষণা অনুযায়ী শুক্রবার থেকে একসঙ্গে পাঁচজন পর্যন্ত মানুষ একত্রিত হওয়ার অনুমতি পাবেন। তবে একে অপরের থেকে অন্ততপক্ষে এক মিটার (তিন ফুট) দূরত্ব বজায় রাখতে হবে।

প্রসঙ্গত, সিঙ্গাপুর এখন পর্যন্ত কোভিড-১৯ পজিটিভ হিসেবে শনাক্ত মানুষের সংখ্যা ৪০ হাজারের বেশি। আক্রান্তদের মধ্যে ২৬ জন মারা গেছে। বিশ্বের অন্যান্য দেশের তুলনায় মৃত্যুহার অনেক কম। এছাড়া সুস্থ হয়েছে ৩০ হাজারের বেশি মানুষ। দেশটিতে আক্রান্তদের বেশিরভাগ প্রবাসী শ্রমিক।

এসএ