ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

উহানে পুনরায় দূতাবাস চালু করতে চায় যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৪:১৬ পিএম, ১০ জুন ২০২০

চীনের হুবেই প্রদেশের উহান শহরে পুনরায় দূতাবাস চালু করতে চাচ্ছে যুক্তরাষ্ট্র। এ বিষয়ে কংগ্রেসকে নিজেদের ইচ্ছার কথা জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর। চলতি মাসের শেষের দিকেই দূতাবাস চালুর পরিকল্পনা রয়েছে ওয়াশিংটনের। খবর সিএনএন।

পররাষ্ট্র দফতরের এক কর্মকর্তা জানিয়েছেন যে, উহানে আবারও দূতাবাসের কার্যক্রম শুরু করতে চায় যুক্তরাষ্ট্র। আগামী ২২ জুনের মধ্যেই পুনরায় দূতাবাস চালুর পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছেন তিনি।

সাম্প্রতিক সময়ে করোনা মহামারি পরিস্থিতিকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র এবং চীনের মধ্যে বৈরী সম্পর্ক বিরাজ করছে। গত ডিসেম্বরে চীনের উহানেই প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। প্রথম থেকেই এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়ার পেছনে চীনকেই দায়ী করে আসছে যুক্তরাষ্ট্র।

এমনকি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড বেশ কয়েকবার দাবি করেছেন যে, উহানের ল্যাব থেকেই হয়তো এই ভাইরাস ছড়িয়ে পড়েছে। তবে প্রথম থেকেই এ ধরনের অভিযোগ অস্বীকার করে আসছে চীন।

এমনকি প্রেসিডেন্ট ট্রাম্প জোর দিয়ে এটাও বলেছেন যে, চীন চাইলেই এই মহামারি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে পারত। কিন্তু তারা সেটা করেনি। ফলে এর জন্য পুরো বিশ্বকেই এখন ভুগতে হচ্ছে।

চীন থেকে প্রাদুর্ভাব হওয়া এই ভাইরাস বর্তমানে ২১৩টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে। অপরদিকে, এই ভাইরাসে এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃত্যু দেখেছে যুক্তরাষ্ট্র। দেশটির ৫০টি অঙ্গরাজ্যেই এই ভাইরাসের প্রকোপ ছড়িয়ে পড়েছে।

টিটিএন/এমএস