ভিডিও EN
  1. Home/
  2. আন্তর্জাতিক

হু হু করে সংক্রমণ বাড়ছে লাতিন আমেরিকায়

আন্তর্জাতিক ডেস্ক | প্রকাশিত: ০৬:৪২ পিএম, ০৯ জুন ২০২০

বিশ্বের যে কোনো স্থানের তুলনায় লাতিন আমেরিকায় সংক্রমণ বাড়ছে। লাতিন আমেরিকার দেশগুলোতে হু হু করে আক্রান্ত ও মৃত্যু বেড়েই চলেছে।

এখন পর্যন্ত করোনায় আক্রান্ত ও মৃত্যুতে বিশ্বে শীর্ষ স্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। এরপরেই রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল। 

ব্রাজিলের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশটিতে একদিনে নতুন আক্রান্তের সংখ্যা ১৫ হাজার ৬৫৪। দেশটিতে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ৭ লাখ ৭ হাজার ৪১২। 

অপরদিকে একদিনেই মারা গেছে আরও ৬৭৯ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৩৭ হাজার ১৩৪ জনের। 

ব্রাজিলের পরেই রয়েছে পেরু। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, সেখানে নতুন করে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৮১ জন। ফলে এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ৯৯ হাজার ৬৯৬। পেরুতে নতুন করে মারা গেছে ১০৬ জন। দেশটিতে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫ হাজার ৫৭১ জনের।  

এদিকে, লাতিন আমেরিকার দেশ চিলিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ১ লাখ ৩৮ হাজার ৮৪৬ জন। এর মধ্যে মারা গেছে ২ হাজার ২৬৪ জন। 

মেক্সিকোতে নতুন করে আক্রান্ত হয়েছে ২ হাজার ৯৯৯ জন। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে যে, এখন পর্যন্ত মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ২০ হাজার ১০২ জন। অপরদিকে নতুন করে মারা গেছে ৩৫৪ জন। ফলে এখন পর্যন্ত মোট মৃত্যু হয়েছে ৫১৪ হাজার ৫৩ জনের। 

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান তেদ্রস আধানম জানিয়েছেন, গতকাল ১ লাখ ৩৬ হাজারের বেশি মানুষ করোনায় আক্রান্ত হয়েছে। একদিনের হিসাবে এটাই এখন পর্যন্ত সর্বোচ্চ আক্রান্তের সংখ্যা। এর মধ্যে ৭৫ শতাংশ সংক্রমণই ১০টি দেশে। আর এই দেশগুলো মূলত লাতিন আমেরিকা এবং দক্ষিণ এশিয়ার। 

টিটিএন/এমকেএইচ